এ বছর ‘চিকিৎসক পদক’ পেলেন যারা
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১

এ বছর বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ারস ট্রাস্ট ও প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির চিকিৎসক পদক পেয়েছেন ১৪ জন চিকিৎসক ও ৩ চিকিৎসা প্রতিষ্ঠান। এছাড়াও অন্য দুই গুরুত্বপূর্ণ পেশার ২জনকে এ পদক দেয়া হয়েছে।
বুধবার রাতে অনলাইনে এ পদক ঘোষিত হয়। প্ল্যাটফর্মের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তা সরাসরি সম্প্রচার করা হয়।
এর আগে বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ারস ট্রাস্ট ও প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির যৌথ উদ্যোগে ১ থেকে ৭ এপ্রিল চিকিৎসক সপ্তাহ পালন করে। ‘স্বাস্থ্যখাতের সকল অংশে চিকিৎসকদের সমান অংশীদারিত্ব নিশ্চিত এক আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম শর্ত’-প্রতিপাদ্যকে সামনে নিয়ে এ চিকিৎসা সপ্তাহ পালন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, আইসিডিডিআর, বি’র সংক্রামক রোগ বিভাগের মিউকোসাল ইমিউনোলজি ও ভ্যাক্সিনোলজি ইউনিটের সিনিয়র সায়েন্টিস্ট ও বিভাগীয় প্রধান ড. ফেরদৌসী কাদরী, বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের বৃহৎ সংগঠন ওজিএসবির নবনির্বাচিত সেক্রেটারি অধ্যাপক ডা. গুলশান আরা, বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. রোকন উদ্দীন ও প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. ফয়সাল বিন সালেহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করে প্ল্যাটফর্মের সদস্য দিলোয়ারা ইয়াসমিন প্রিয়া।
অনুষ্ঠানে চিকিৎসাখাতে গুরুত্বপূর্ণ অবদান ও ভূমিকার জন্য ১৪ ব্যক্তি ও ৩টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্ল্যাটফর্মের পক্ষ থেকে চিকিৎসক পদক প্রদান করা হয়। ১৪ জন ব্যক্তির মধ্যে রয়েছেন ১২ জন চিকিৎসক, ১ জন আইনজীবী ও ১ জন সাংবাদিক।
চিকিৎসক পদক পেলেন যারা
পদক প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম নিচে উল্লেখ করা হলো:
১. অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, চিকিৎসক ব্যসিক এন্ড এলায়েড
২. অধ্যাপক ডা. নজরুল ইসলাম, চিকিৎসক, ব্যসিক এন্ড এলায়েড
৩. অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, চিকিৎসক, মেডিসিন এন্ড এলায়েড
৪. অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক, চিকিৎসক, মেডিসিন এন্ড এলায়েড
৫. অধ্যাপক ডা. এ জেড এন মাইদুল ইসলাম, চিকিৎসক, মেডিসিন এন্ড এলায়েড
৬. অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান, চিকিৎসক, সার্জারি এন্ড এলায়েড
৭. ডা. মাহবুবুর রহমান চৌধুরী, চিকিৎসক, সার্জারি এন্ড এলায়েড
৮. অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, চিকিৎসক, গাইনোকোলজি এন্ড এলায়েড
৯. অধ্যাপক ডা. রাশিদা বেগম, চিকিৎসক, গাইনোকোলজি এন্ড এলায়েড
১০. অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদার, চিকিৎসক, পেডিয়াট্রিক্স এন্ড এলায়েড
১১. অধ্যাপক ডা. এম এ ফয়েজ, চিকিৎসক, চিকিৎসা গবেষণা
১২. অধ্যাপক ডা. তাহমিনা বানু, চিকিৎসক, চিকিৎসা গবেষণা
১৩. অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, চিকিৎসক, ডেন্ট্রিস্ট্রি এন্ড এলায়েড
১৪. অধ্যাপক ডা. এম মনির হোসেন, চিকিৎসক, সমাজসেবা
১৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (হাসপাতাল সরকারি পর্যায়)
১৬. বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল (হাসপাতাল বেসরকারি পর্যায়)
১৭. হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুর ( সেবাধর্মী প্রতিষ্ঠান, সমাজসেবা)
১৮. জেড আই খান পান্না (আইনজীবী)
১৯. মোহসীন-উল হাকিম (সাংবাদিক, যমুনা টিভি)
অনুষ্ঠানে ড. ফেরদৌস কাদরী বলেন, "চিকিৎসকদের প্রচেষ্টার কারণেই এখনো দেশে মৃত্যুহার কম রয়েছে। টেলিমেডিসিনের মাধ্যমে তাঁরা যে পরিমাণ অবদান রেখেছেন তা অবিস্মরণীয়।"
এছাড়াও প্ল্যাটফর্মের সদস্য তরুণ চিকিৎসকদের অবদান ও কার্যক্রম নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরিশেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন তিনি।
দেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গুলশান আরা বলেন, "আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করছি যে চিকিৎসক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছিলাম। দেশে প্ল্যাটফর্মের তথ্যমতে এখন পর্যন্ত যে ১৭৯ জন চিকিৎসক করোনায় মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহামারীর সময় চিকিৎসকরা যেভাবে নানান প্রতিকূলতা পার করে কাজ করে যাচ্ছে তা অবশ্যই অতুলনীয়। আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে চিকিৎসক পদকের মাধ্যমে আমরা কয়েকজন চিকিৎসককে সম্মানিত করতে পারছি।"
প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি'র কেন্দ্রীয় সভাপতি ডা. ফয়সাল বিন সালেহ বলেন, "আজ আমাদের জন্য অনেক আনন্দের একটি দিন। মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তী সময়ে এমনকি করোনাকালেও চিকিৎসকদের অনেক অবদান ছিল। তাই ১-৭ তারিখ প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফার ট্রাস্ট এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এরকম পদক প্রদান চিকিৎসকদের ক্ষেত্রে কমন ছিলো না। আমরাই মনে হয় প্রথম শুরু করেছি। আমরা আরো যে চিকিৎসক সংগঠন আছে তাদের সাথে কথা বলে এটাকে কিভাবে মডিফাই করা যায় তা নিয়ে কাজ করবো।"
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মহাসচিব ডা. মো. এহতেশামুল হক চৌধুরী বলেন, অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান একটি চমৎকার কাজ করেছেন। যারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে গিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। একটি বিষয় সবার নজরে আনতে চাই, বাংলাদেশের সমসাময়িক করোনা ব্যবস্থাসহ ডেঙ্গু পরিস্থিতিতে মাঠ পর্যায়ের অনেক চিকিৎসক নিয়োজিত ছিল, এমনকি অনেক হাসপাতালের পরিচালকও অবদান রাখেন। তাই মাঠপর্যায়ে কাজ করা এসব চিকিৎসকদেরকে যাতে ভবিষ্যতে সম্মানিত করা হয় সে আশা করি।
তিনি আরো বলেন, দেশের মানুষের কাছে আশা ব্যক্ত করছি আমরা যারা এ অসময়ে কাজ করে যাচ্ছি তাদেরকে সাহায্য করবেন। শুধু দুঃসময়ে না, সুসময়েও চিকিৎসকদের স্মরণ করবেন। সরকারের কাছে আবেদন করবো, দেশের মানুসের স্বাস্থ্য সুরক্ষার জন্য যাতে অনেক অর্থ ব্যবহারের সুযোগ করে দেয়া হয়। আমি বলবো এ সরকার সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে স্বাস্থ্যখাতে অবদানের জন্য।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. মো. এহতেশামুল হক চৌধুরী আরও বলেন, অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান একটি চমৎকার কাজ করেছেন। যারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে গিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। একটি বিষয় সবার নজরে আনতে চাই, বাংলাদেশের সমসাময়িক করোনা ব্যবস্থাসহ ডেঙ্গু পরিস্থিতিতে মাঠ পর্যায়ের অনেক চিকিৎসক নিয়োজিত ছিল, এমনকি অনেক হাসপাতালের পরিচালকও অবদান রাখেন। তাই মাঠপর্যায়ে কাজ করা এসব চিকিৎসকদেরকে যাতে ভবিষ্যতে সম্মানিত করা হয় সে আশা করি।"
তিনি আরো বলেন, দেশের মানুষের কাছে আশা ব্যক্ত করছি আমরা যারা এ অসময়ে কাজ করে যাচ্ছি তাদেরকে সাহায্য করবেন। শুধু দুঃসময়ে না, সুসময়েও চিকিৎসকদের স্মরণ করবেন। সরকারের কাছে আবেদন করবো, দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য যাতে অনেক অর্থ ব্যবহারের সুযোগ করে দেয়া হয়। আমি বলবো এ সরকার সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে স্বাস্থ্যখাতে অবদানের জন্য, তাই আমরা বাংলাদেশে এমন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করবো যা বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়াবে।

- মসজিদে মসজিদে দূরত্ব বজায় রেখে নামাজ আদায়
- ভার্চ্যুয়ালি বর্ষবরণ করল ছায়ানট
- লকডাউনের প্রথম দিনেই আড়াই লাখ ‘মুভমেন্ট পাস’ ইস্যু
- করোনামুক্ত হওয়ার ২৮ দিন পর টিকা নেওয়া যাবে
- ফের ‘করোনা বুলেটিন’ চালু হচ্ছে
- মধ্যপ্রাচ্যের ৪ দেশ ও সিঙ্গাপুরে শিগগিরই বিশেষ ফ্লাইট
- করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে আবারো ২৫০০ টাকা করে দেয়ার উদ্যোগ
- করোনায় খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত
- দুয়ার খুলল আত্মশুদ্ধি অর্জনের
- রমজান এল, আমার প্রার্থনা কবুল হল
- ‘মুভমেন্ট পাস’ নিয়ে শিং মাছ কিনতে গেলেন তিনি, অতঃপর....
- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রতিষ্ঠিত হলো শিশু সদন
- বান্দরবানে সপ্তাহব্যাপী লকডাউন শুরু
- বান্দরবানে শিশুদের খাদ্য সহায়তা
- স্বাস্থ্যবিধি মেনে ইবাদত-বন্দেগির আহ্বান রাষ্ট্রপতির
- বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে যাবেন না: আইজিপি
- রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
- শঙ্কিত হবেন না,সরকার সব সময় পাশে আছে:প্রধানমন্ত্রী
- খোলা থাকবে ব্যাংক, সচল পুঁজিবাজারও
- লকডাউনে ২৪ ঘণ্টা সচল থাকবে চট্টগ্রাম বন্দর
- ছয় জেলায় প্রণোদনার বীজ ও সার প্রদান
- বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার স্মারক উৎসব: রাষ্ট্রপতি
- ঘুরে দাঁড়ানোর নতুন স্বপ্ন নিয়ে এসেছে বৈশাখ
- জাটকা আহরণ না করা জেলেদের জন্য ৩১ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ
- আজ থেকে ১৩ দফা নিষেধাজ্ঞা
- পণ্য সরবরাহ নিশ্চিতে বাণিজ্য মন্ত্রণালয়ের ৭ নির্দেশনা
- পবিত্র রমজান শুরু,আহ্বান ঘরে থাকার
- বেঁচে থাকলে আবার সব গুছিয়ে নেব: প্রধানমন্ত্রী
- বান্দরবান সদর হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন
- বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ
- পর্যটন-অর্থনীতির অপার সম্ভাবনায় ‘ম্যারিয়ট রিসোর্ট’: চন্দ্রপাহাড় ঘিরে মহাষড়যন্ত্র
- পর্যটন বিকাশে বান্দরবানে আধুনিক রিসোর্ট চায় ক্ষুদ্র নৃগোষ্ঠী
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:বাঙালির এক আত্মপ্রত্যয়ী রাষ্ট্রগুরু
- বান্দরবানে পর্যটনবান্ধব প্রকল্প নিয়ে অপতৎপরতা
- বান্দরবানে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন
বঙ্গবন্ধু মানে বাংলাদেশ:পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর - বান্দরবানে আজ থেকে খোলা থাকবে শপিংমল
- বান্দরবানের রুমায় মোটর দূর্ঘটনায় যুবকের মৃত্যু
- বান্দরবানে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
- বউয়ের মালিক শহীদুল হেফাজত করেন মামুনুল
- দিশেহারা হেফাজত: ১ বছর আগের ভিডিও লাইভ করছে বর্তমানের দাবি করে
- বান্দরবানে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ
- মামুনুল বললেন নাম তাইয়্যেবা, নারী বললেন জান্নাত আরা
- How Bangladesh has arrived on the global map at 50
- বান্দরবানে করোনায় নতুন করে আক্রান্ত ৫জন,সর্বমোট আক্রান্ত ৯২৯জন
- বান্দরবানে জুমের আগুনে ক্ষতিগ্রস্থদের ত্রাণ দিল সেনা জোন ও জেলা পরিষদ
- ভুয়া কাবিননামা তৈরির চেষ্টা করছে মামুনুল হক: কাজী অফিসে নজরদারি
- Govt plans to build 30,000 homes for insolvent valiant freedom fighters
- পঞ্চাশ বছরের বাংলাদেশ: কোথায় ছিলাম কোথায় এলাম
- পাহাড়ে অনেক প্রথা বাদ দিয়ে হবে বিজু উৎসব
- পাহাড়ের সাংগ্রাই
