কারো দয়ায় নয়,জনগণের সমর্থনেই ক্ষমতায় আছে আওয়ামী লীগ:প্রধানমন্ত্রী
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০

নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে যেভাবে বলতে চেষ্টা করুক না কেন, কারো দয়া বা দাক্ষিণ্যে নয়, আওয়ামী লীগ জনগণের ভোট ও সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছে। জনগণের সমর্থন নিয়েই আওয়ামী লীগ চার চারবার ক্ষমতায় থেকে দেশের সেবা করে যাচ্ছে। জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, যারা ক্ষমতায় থেকে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ সৃষ্টি ও মানুষ হত্যা করে, যারা দেশের কল্যাণ করতে পারে না, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে যে দলের জন্ম- জনগণ কেন তাদের (বিএনপি) ভোট দেবে? ক্ষমতায় থেকে এরা কেবল সন্ত্রাস, দুর্নীতি, হত্যা, জঙ্গিবাদ সৃষ্টি এবং যুবসমাজকে বিপথে চালিত ও প্রজন্মের পর প্রজন্মকে ধবংস করতে পেরেছে। দেশ ও দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। নিজেরা অর্থশালী, বিত্তশালী হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন করেনি, করতে চায়ওনি।
মঙ্গলবার ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।
সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী, খুনি ও স্বাধীনতাবিরোধী চক্র বসে নেই। ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েও জনগণের কারণে তারা ক্ষমতাকে ভোগ করতে পারেনি। এজন্যই তাদের সবচেয়ে বেশি ক্ষোভ।
তিনি বলেন, ২০০৮ সালের পর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাতের অনেক চেষ্টা ও ষড়যন্ত্র হয়েছে। জনসমর্থন না থাকলে ষড়যন্ত্র করে হত্যাকাণ্ড ঘটানো যায়। কিন্তু ক্ষমতায় আসা কিংবা টিকে থাকা যায় না। তাই আওয়ামী লীগকে নিয়ে যত বেশি নাড়াচাড়া কিংবা ষড়যন্ত্র করা হবে, আওয়ামী লীগের জনসমর্থনের শেকড় তত বেশি শক্তিশালী হবে। শক্ত হবে, পোক্ত হবে। এটাই হলো বাস্তবতা।
বিএনপি ও জাতীয় পার্টিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে ও ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে গঠিত রাজনৈতিক দলগুলো কখনোই দেশ ও জাতির কল্যাণ করতে পারে না। ক্ষমতাকে তারা নিজেদের ভাগ্য গড়ার কাজে ব্যবহার করে। কিন্তু জনগণ কিছু পায় না।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, দেশের একটি শ্রেণি আছে, তাদের কাজই হচ্ছে সরকারের সমালোচনা করা। এদেশে দুর্নীতির বিষবৃক্ষ রোপণ এবং অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে একটি এলিট শ্রেণি তৈরি করে ঋণখেলাপি সংস্কৃতি কারা সৃষ্টি করেছিল? দীর্ঘদিন ক্ষমতায় থেকে তারা দেশকে কী দিতে পেরেছে? এরা কী মানুষের ভাগ্যেন্নয়নে কিছু করেছে? খাদ্য স্বয়ংসম্পূর্ণ কিংবা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছে? আসলে বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতায় আসা জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার মূল লক্ষ্যই ছিল দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ, খুন ও সমাজে সংঘাত সৃষ্টি করা। এর মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন।
নির্বাচন নিয়ে সমালোচনার জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, বলেন, জিয়া-এরশাদ ও খালেদা জিয়ার আমলে নির্বাচন কেমন ছিল? ১০টা হুন্ডা, ২০টা গুন্ডা- নির্বাচন ঠান্ডা। ২০০১ সালে আওয়ামী লীগ ভোটে হারেনি। ষড়যন্ত্র করে হারানো হয়েছিল। আর খালেদা জিয়া এক কোটি ২৩ লাখ ভূয়া ভোটার দিয়ে তালিকা করেছিলেন। অনেকে হয়তো ভুলে যান, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনে শুধুমাত্র ভোটচুরির অপরাধে খালেদা জিয়াকে জনগণ অভ্যুত্থান ঘটিয়ে মাত্র দেড় মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য করিয়েছিল।
বিএনপি আমলের সন্ত্রাস-দুর্নীতি ও দুঃশাসনের বিবরণ তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে দেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন, বাংলা ভাই-জঙ্গিবাদ সৃষ্টি করেছিলেন। এর আগে ৯১ সালেও জামায়াতের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন খালেদা জিয়া। ভোটচুরির কারণেই মানুষ ৯৬ সালের নির্বাচনে খালেদা জিয়াকে ভোট দেননি।
বঙ্গবন্ধু কন্যা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট ও জঙ্গিবাদের কারণেই দেশে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল। ওই তত্ত্বাবধায়ক সরকারও খালেদা জিয়ার হাতেই তৈরি। প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদকে খালেদা জিয়াই বাংলাদেশ ব্যাংকের গভর্ণর বানিয়েছিলেন। নয়জন সিনিয়র জেনারেলকে ডিঙ্গিয়ে মঈন উ আহমদকে সেনাপ্রধানও করেছিলেন তিনি। এরা সবাই তার পছন্দের লোক ছিলেন।
তিনি বলেন, 'কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন দল গঠনের চেষ্টা করলো। যাকে আমি গ্রামীণ মোবাইল ফোনের লাইসেন্স দিয়েছিলাম, সেই ড. মুহাম্মদ ইউনূস আর ডেইলি স্টারের সম্পাদককে নিয়ে নতুন দল গঠনের চেষ্টা করা হলেও জনগণ তাতে সমর্থন দেয়নি। আরেকজন যিনি মারা গেছেন (ফেরদৌস আহমেদ কোরাইশি) তাকে নিয়ে কিছু বলতে চাই না। তাকে দিয়েও কিংস পার্টি গঠনের চেষ্টা করা হয়। কিন্তু সেখানেও জনগণ কোনো সাড়া দেয়নি। ওই সরকার কিন্তু প্রথমে আমাকেই গ্রেপ্তার করে।'
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থক এবং নানা শ্রেণি-পেশার মানুষসহ আন্তর্জাতিক চাপে ওই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে বাধ্য হয়। ওই সময়ের একটি শ্রেণির ধারণা ছিল কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কিন্তু জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করে। এরপর একটার পর একটা প্রতিটি নির্বাচনে জনগণের ভোট নিয়েই আওয়ামী লীগ মানুষের সেবা করে যাচ্ছে। যারা জনগণের কাছে ভোট চাইতে পারে না, যাদের তৃণমূলে সংগঠন নেই- তাদের কেন মানুষ ভোট দেবে?
১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, শুধু পারিবারিক হত্যাকাণ্ড নয়, দেশ ও জাতিকে সম্পূর্ণ ধ্বংস ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতেই ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই দু'টি হত্যাকাণ্ডের সঙ্গেই খুনি মোশতাক ও জিয়াউর রহমান জড়িত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যারা মানতে পারেনি, স্বীকার করতে পারেনি এবং স্বাধীন বাংলাদেশই যারা চায়নি- তাদের দোসররাই এই হত্যাকাণ্ডের মূল হোতা ছিল। এটা একটা রাজনৈতিক চক্রান্ত ছিল। এটা যে স্বাধীনতা ও দেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত ছিল- সেটাই পরে প্রমাণ হয়।
তিনি বলেন, ওই সময় শুধু ক্ষমতা দখল নয়, খুনিদের ইনডেমনিটি দেয়া এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে দেশকে সম্পূর্ণ ভিন্নপথে নিয়ে যাওয়া শুরু হয়। সারা বাংলাদেশটা হয়ে যায় একটা খুনিদের রাজত্ব। জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াও বঙ্গবন্ধুর খুনিকে প্রহসনের নির্বাচনে বিজয়ী করে সংসদে বসিয়েছিলেন। আর এরশাদও খুনী ফারুককে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন।
টানা তিন মেয়াদে তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বেসরকারি টেলিভিশনকে উন্মুক্ত করে দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে। কিন্তু এখানেই একেকজন একেক কথা বলেন।
তিনি বলেন, গণতান্ত্রিকভাবে তৃণমূল থেকেই আওয়ামী লীগ গড়ে উঠেছে। আওয়ামী লীগের হাত ধরেই এদেশের স্বাধীনতা এসেছে। জনগণের সমর্থন নিয়েই প্রতিবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের মঙ্গলে ও কল্যাণে কাজ করেছে। যার শুভ ফলও জনগণ পাচ্ছে। তাই এত অত্যাচার-নির্যাতন ও হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ টিকে আছে শুধুমাত্র জনগণের সমর্থনেই।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যেটি দেশের মাটি ও মানুষের মধ্যে থেকে জন্ম নিয়েছে। তাই আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশ উন্নত হয়। দেশের মানুষের কল্যাণ হয়, বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের জন্য কাজ করে, দেশ এগিয়ে যায়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
আলোচনা সভায় বঙ্গবন্ধু এভিনিউর প্রান্তে সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর গণভবন প্রান্ত থেকে সভাটি পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

- BNP launches year-long program for golden jubilee of Independence
- ‘উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ মর্যাদা নিয়ে চলবে’
- টেকনাফ সীমান্ত সড়কে বসছে ডিজিটাল ডিভাইস
- হল খুলতে বিশ্ববিদ্যালয়গুলো পাবে ৫০ কোটি টাকা
- মহামারিতেও বেড়েছে ১৮ শতাংশ রেমিট্যান্স
- নাইক্ষ্যংছড়িতে বিজিবি-মাদক কারবারি গুলিবিনিময়:লক্ষাধিক ইয়াবা উদ্ধার
- বান্দরবানে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
- বান্দরবানে“নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন”শীর্ষক সেমিনার
- পোশাক খাতে ভিয়েতনামকে টপকে গেল বাংলাদেশ
- শেষ প্রস্তুতি মেট্রোরেলে
- বঙ্গবন্ধু হাইটেক সিটিতে মানবদেহের প্লাজমা প্ল্যান্ট নির্মাণ শুরু
- দেশে প্রথমবারের মতো চালু হয়েছে `বঙ্গবন্ধু শিক্ষাবীমা
- ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছে ১৭৮ কোটি ডলার
- আইসিজেতে বাংলাদেশকে দেয়া সহায়তা অব্যাহত রাখবে ওআইসি
- নারীদের জন্য ‘বঙ্গমাতা পদক’
- নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা আইন হচ্ছে
- রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন
- খালি পেটে পানি পানে ওজন কমে
- বাংলার আকাশে মানচিত্রখচিত পতাকা
- স্বাধীনতার পঞ্চাশ বছরের খতিয়ান
- ইতিহাসে আজকের এই দিনে
- ৬ মেট্রোরেলে ঢাকার যানজট মুক্তির স্বপ্ন
- বীমা খাত উন্নয়নে ৬৩২ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান
- টিকা প্রদানে শিক্ষকদের তালিকা চেয়েছে মন্ত্রণালয়
- বান্দরবান সরকারী কলেজের শিক্ষকরা পেল বাস
- বান্দরবানে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
- বান্দরবানে এলজিইডি’র বাস্তবায়নে ২৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
- জেলাপর্যায়ে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে সরকার :প্রধানমন্ত্রী
- বেসরকারি ব্যবস্থাপনায় বন্ধ পাটকল চালুর নীতিতে প্রধানমন্ত্রীর সম্মতি
- আঙ্গুলের ছাপ দিয়ে অপরাধী শনাক্তে র্যাব এনেছে ওয়াইভিএস
- যুদ্ধাপরাধীদের দালাল কুচক্রী ডেভিড বার্গম্যান
- ম্রোদের ন্যায়সঙ্গত আন্দোলনকে কেন্দ্র অন্যান্য সম্প্রদায়ের অনৈতিক ফায়দা লাভের অপচেষ্টা
- কোভিড ভ্যাক্সিনঃ
স্পেন, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডাকে ছাড়িয়ে শীর্ষে বাংলাদেশ - বান্দরবানে
ম্রোদের পাশে সবসময় আছে বাংলাদেশ সেনাবাহিনী - বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারী ডেভিড বার্গম্যান সম্পর্কে যা জানা জরুরি
- আল জাজিরার জ্বলুনি কোথায়?
- বান্দরবানে ভাল্লুকের আক্রমনে আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রামে প্রেরণ
- বিভ্রান্তির কিছু নেই,বাংলাদেশের ঘরে ঘরে রয়েছে ইসরায়েলের যন্ত্রাংশ
- বান্দরবানের লামায় ৬ দফা দাবিতে তামাক চাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন
- সামির ভয়েই আমেরিকায় পালিয়ে গেলেন মিলা
- মুশতাক-কিশোরের জামিন কী কারণে নাকচ
- বান্দরবানের লামাতে বন্য হাতির আক্রমণে প্রতিবন্ধী নারীর মৃত্যু
- বিয়ের দীর্ঘদিন পরও সন্তান না হওয়ার কারণ ও চিকিৎসা
- ১৪ কোটি ৭ লাখ টাকা সহায়তা পেয়েছে ৪৬৪০ সাংবাদিক
- বান্দরবান পৌরসভা নির্বাচন উপলক্ষে মক ভোট অনুষ্ঠিত
- বান্দরবানে আগামী ৭ ফেব্রুয়ারি করোনা টিকা কার্যক্রম শুরু
- বান্দরবানে করোনায় আক্রান্ত ৯০৩জন
- ড. ওয়াজেদ মিয়ার ৮৯তম জন্মদিন আজ
- নিরাপদ খাদ্যের ঠিকানা হবে সোনার বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- বান্দরবান বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি ফরম বিতরণ কার্যক্রম
