ম্রোদের ন্যায়সঙ্গত আন্দোলনকে কেন্দ্র অন্যান্য সম্প্রদায়ের অনৈতিক ফায়দা লাভের অপচেষ্টা
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১

গত ০৭ ফেব্রুয়ারি ম্রো, খিয়াং, চাকমা, মারমা, তঞ্চংগা, বম সহ বেশ কয়েকটি সম্প্রদায়ের হাজার দুয়েক মানুষ চন্দ্রপাহাড়ে হোটেল নির্মাণ বন্ধের দাবিতে চিম্বুক থেকে বান্দরবান পর্যন্ত লংমার্চ এবং বিক্ষোভ করে। এই লংমার্চ এবং বিক্ষোভে অংশগ্রহণকারীদের খাওয়া-দাওয়া ও পরিবহণের যাবতীয় ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছিল বম সম্প্রদায়। কিন্তু , বমদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অনিয়ম আর খাবারের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। আর, এই কারণে বম সম্প্রদায়ের সাথে অন্যান্য সম্প্রদায়ের দূরত্ব বেড়ে গেছে। আর, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ম্রোসহ অন্যান্য সম্প্রদায়ের লোকদের মনে বমদের বিরুদ্ধে চাপা ক্ষোভ কাজ করছে বলেও জানা গেছে। এই বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে।
নীলগিরি হিল রিসোর্ট থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে চন্দ্রপাহাড়ে সম্প্রতি শুরু হয়েছে একটি ৫-তারকা হোটেল নির্মাণের কাজ। এই ৫-তারকা হোটেল নির্মিত হলে বান্দরবান সহ সমগ্র পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্প এক নতুন মাত্রা পাবে - এমনটাই প্রত্যাশা সুধীজনের। নিকটবর্তী উপজাতীয় জনগোষ্ঠীর সাধারণ জনগণের জন্যও নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। কিন্তু ঘটনার উল্টো একটি পিঠও আছে। এখানে ৫-তারকা হোটেল নির্মিত হলে স্থানীয় ম্রো জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত হলেও ক্ষতিগ্রস্ত হবে ম্রোদের ঐতিহ্য-সংস্কৃতি।
উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য মতে, পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ একটি জাতিগোষ্ঠি মুরং বা ম্রোদের বাস মূলত বান্দরবান ও রাঙ্গামাটি জেলায়। মুরুং শব্দটি বহুবচন যার একবচন হল ‘ম্রো’। ‘ম্রো’ শব্দের অর্থ মানুষ। 'ম্রো' বা 'মানুষ' নামের এই মানুষগুলো জাতিগতভাবেই খুবই সরলপ্রাণ ভালো মানুষ। বছরের পর বছর ধরে পার্বত্য চট্টগ্রামের অন্য সব জাতিগোষ্ঠির মাঝে সততা, সরলতা আর সহনশীলতার মূর্ত প্রতীক হিসেবে থেকে নিজেদের স্থান তৈরি করে নিয়েছে ম্রো জনগোষ্ঠী। সেজন্যে, অন্য জাতিগোষ্ঠীগুলোর কাছে অনেক বেশি মূল্যও দিতে হয়েছে তাদের।
সম্প্রতি নীলগিরির কাছেই চন্দ্রপাহাড়ে ( সাবেক নাইতং পাহাড়) ম্রো জনবসতির কাছেই একটি ৫-তারকা হোটেল নির্মাণকে কেন্দ্র করে ক্ষোভ দানা বাঁধে স্থানীয় ম্রো জনগোষ্ঠীর মনে। "হোটেল নয় বরং স্কুল-হাসপাতাল চাই" এই দাবিতে সোচ্চার হয় ম্রো জনগোষ্ঠী। স্থানীয় অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজনও তাদের সাথে একজোট হয়। সিদ্ধান্ত হয় ০৭ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে চিম্বুক থেকে বান্দরবান পর্যন্ত লংমার্চ এবং লংমার্চের শেষ পর্যায়ে বান্দরবান সদরের রাজার মাঠে বিক্ষোভ সমাবেশ করার। আর, এই কর্মসূচির খাবার-দাবার আর পরিবহনের সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় বম সম্প্রদায়কে।
উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য মতে, বম পার্বত্য চট্টগ্রামের একটি ক্ষুদ্র জাতিসত্তার নাম। বমদের সঙ্গে বাংলাদেশের মূলস্রোতের মানুষের যোগাযোগ ও জানাশোনা অতি সামান্যই। বম জাতি মংগোলীয় জনগোষ্ঠীর লোক। ‘বম’ শব্দের অর্থ হলো বন্ধন। জীবনের যাবতীয় কর্ম, শিকার পর্ব, নৃত্যগীত, পানাহার, দেবতার উদ্দেশে যজ্ঞ নিবেদন সবকিছুই একত্র হয়ে সম্মিলিতভাবে সম্পাদন করার রীতি থেকে ‘বম‘ বা ‘বন্ধন’-এর ধারণাটি এসেছে। বম শব্দটির মধ্যে সম্মিলন বা সমন্বয়ের ধারণা থাকলেও তাদের কাজকর্ম, লেনদেন ও জীবনাচরণে সমন্বয়ের অভাবই চোখে পড়ে। বরং তাদের মঙ্গোলীয় পূর্বপুরুষদের মতোই তাদের জীবন ও কাজকর্মও প্রতারণা ও শঠতায় ভরা।
নিজস্ব প্রতিবেদকের অনুসন্ধান থেকে ০৭ ফেব্রুয়ারির লংমার্চ নিয়ে বম সম্প্রদায়ের বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ০৯ ফেব্রুয়ারি লিয়ান ম্রো নামের এক ব্যাক্তির ফেসবুক একাউন্ট থেকে এই বিষয়ে একটি মর্মস্পর্শী স্ট্যাটাস দেওয়া হয়।
স্ট্যাটাসটি এখানে দেওয়া হলঃ "বৃদ্ধা মা আর ছোট বোনটাকে নিয়ে এসেছিলাম লংমার্চে। সারাদিন রোদে হেঁটে সরকারি লোকের বাধা পেরিয়ে পৌঁছলাম বান্দরবান শহরে। এত কষ্টের মাঝেও মনে আনন্দ ছিলো যে সকল জাতিগোষ্ঠীর মানুষ মিলে একসাথে একটা কাজ করছি। কিছু একটা অর্জন করার চেষ্টা করছি। দুপুরে বক্তাদের বক্তব্য শুনেও রক্ত গরম হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল বিজয় আসছে। দেখতে দেখতে দুপুরের খাবারের সময় হয়ে এল। কিন্তু, একি দশা! হাজার হাজার লোকের মধ্যে দু-তিনশ জনও খাবার পেলো না। বৃদ্ধা মার কথা বাদই দিলাম। ছোট বোনটার জন্য চেয়ে-চিন্তে নিয়ে এলাম একটু খাবার। কিন্ত এ তো মুখেই দেওয়া যায় না! একটুখানি খেয়েই ফেলে দিল বোন। অথচ, আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো ভালো খাবার দেওয়ার। আমরা তো কোন টাকা-পয়সা চাইনি। পরে শুনলাম, আমাদের খাবারের টাকা আগেই খাওয়া হয়ে গেছে। সারাদিন পরে বাড়ি ফিরে তবে মা-বোন দুটো খেতে পেল। যাই হোক, ভালো থাকুক আমাদের বম ভাই-বোনেরা। ভালো থাকুক সবাই।" এই স্ট্যাটাসে বমদের প্রতি প্রকাশ্য অভিযোগ না থাকলেও বমদের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে বিরক্তি ও হাহাকারের ছাপ ছিল প্রবল।
অনুরূপ একটি স্ট্যাটাস টিপু খিয়াং নামের এক ব্যাক্তিও ফেসবুকে প্রকাশ করেন। টিপু খিয়াং কোন রাখঢাক না রেখেই সরাসরি বলে ফেলেছেন মনের কথা।
টিপু খিয়াংয়ের ভাষ্য দেখুন, "ম্রো ভাই-বোনদের জন্য স্কুল-কলেজ-হাসপাতাল না বানিয়ে হোটেল বানানো অন্যায়। এই হোটেল আমরা চাই না। এই হোটেলের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই। গত পরশুর লংমার্চ সেই প্রতিবাদের সামান্য একটি অংশ ছিল মাত্র। সব সম্প্রদায়ের লোকদের অংশগ্রহণে ভালো লেগেছিল। তবে খাবার-দাবার সহ অন্য সব কিছুতেই ব্যবস্থাপনা আর সততার অভাব ছিলো প্রবল। চার ভাগের তিন ভাগ মানুষই খাবার পায় নি। নিজের কথা বাদই দিলাম, আমার ছোট ভাইও পায় নি। আর যারা খাবার ভাগে পেয়েছিল, তাদের অনেককেই দেখেছি খাবার ফেলে দিতে। এই খাবার নাকি মুখেই দেওয়া যাচ্ছিল না। তখন মনে হয়েছে খাবার না পেয়ে ভালোই হয়েছে। অথচ, শুনেছিলাম আমাদের খাওয়া-দাওয়া আর যানবাহনের জন্য কয়েক লাখ টাকা যোগাড় করা হয়েছে। বমদের কাছে আরও আন্তরিকতা আর সততা আশা করেছিলাম। যাই হোক, সামনের আন্দোলনেও আসবো। আশা করি পরের বার কেউ আর আমাদের দুপুরের খাবারের টাকা মেরে খাবে না। আমার দাবি পানির মতো সহজ। স্কুল চাই, হাসপাতাল চাই। কিন্তু তার আগে ক্ষুধার খাবার চাই। খাবারের মতো একটা বিষয় নিয়েও চুরি-চামারি-ধান্দাবাজি থেকে স্বজাতিকে মুক্ত করতে চাই।"
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে কানাঘুষো শুরু হবার পর এই বিষয়ে অনুসন্ধান করে দেখা যায় যে, লংমার্চের খরচ যোগানোর কথা বলে বিভিন্ন গোষ্ঠী ও এনজিও থেকে মোটা অংকের চাঁদা আদায় করা হয়েছে। সব মিলিয়ে এই চাঁদার পরিমাণ একেবারে কমও নয়, ৪-৫ লাখ।
কয়েকজন ম্রো শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, লংমার্চের প্রস্তুতি পর্বে তাদেরকে বলা হয়েছিল যে তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা আছে। তাই কেউই নিজে থেকে খাবারের ব্যবস্থা করেনি। কিন্ত, ঠিক দুপুরের খাবারের সময় দেখা যায়, সবার জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়নি। যেটুকুও বা করা হয়েছে, তা এতটাই জঘন্য যে মুখে দেওয়া যায় না। বম সম্প্রদায়ের ধান্দাবাজি আর অর্থলিপ্সাই কি এই অব্যবস্থাপনার জন্য দায়ী? নাকি এটা নিতান্তই অনিচ্ছাকৃত ভুল ছিলো? এই প্রশ্নের উত্তরে লংমার্চে অংশগ্রহণকারী কয়েকজন যুবক শিক্ষার্থী জানান, পুরো ব্যাপারটাই ছিল ইচ্ছাকৃত।
লংমার্চের নামে তোলা চাঁদার টাকা আত্মসাতের জন্যই ইচ্ছে করে এমন নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। এই ঘটনায় ম্রো ও অন্যান্য সম্প্রদায়ের সাথে বমদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, সম্প্রদায়গুলোর দূরত্বও অনেক বেড়ে গেছে। এই ঘটনায় সরলপ্রাণ ম্রোদের বিপরীতে বমদের চিরাচরিত শঠতার পরিচয় পাওয়া যায়। ভবিষ্যতে বমদের সাথে আর কোনরকম আন্দোলনে যাওয়া যাবে না, এমনটাও ভাবছে অনেকে।

- উন্নয়নশীল দেশের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্
- ১৯ বছর পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি সার্ভিস চালু
- উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রামের শেখ হাসিনা পানি শোধনাগার
- বান্দরবানের টংকাবতীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন
- হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি বান্দরবান পিসিএনপি’র
- বান্দরবানে শেষ হল সাংবাদিকদের দুইদিনব্যাপী অনলাইন কর্মশালা
- মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু নিয়ে জলঘোলা করার নেপথ্য কাহিনী
- লেখক মুশতাকের স্বাভাবিক মৃত্যু নিয়ে অপরাজনীতি
- মুশতাকের শরীরে আঘাতের চিহ্ন নেই;আমাদের কোন অভিযোগ নাই :ডা.নাফিছুর রহমান
- মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার; নেপথ্যে কারা
- মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু নিয়ে তাসনিম-পিনাকী গংয়ের অপপ্রচার
- আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছি:প্রধানমন্ত্রী
- এক যুগ আগের আর আজকের বাংলাদেশ এক নয়:শেখ হাসিনা
- সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে
গরিব,প্রান্তিক মানুষদের সরকারি ভাতার আওতায় নিয়ে এসেছি:প্রধানমন্ত্রী শেখ হাসিনা - গ্রামের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব: প্রধানমন্ত্রী
- এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ
- এলডিসি’র তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ
- স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরেই:স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ পেয়েছে বাংলাদেশ
- সুখবর জানাতে আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
- আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- গাল্ফফুড প্রদর্শনীতে বাংলাদেশ, রপ্তানিতে অবদানের অপার সম্ভাবনা
- নতুন রূপে সাজছে চট্টগ্রাম চিড়িয়াখানা
- খুঁজে খুঁজে প্রকল্পের গাড়ি উদ্ধার
- রোবটকে বাংলায় কথা বোঝানোর প্রযুক্তি তৈরি হচ্ছে : পলক
- স্বপ্নের হাতছানি কক্সবাজার রেললাইন
- ডিজিটাল নিরাপত্তা আইন ফের পর্যালোচনা করা হবে:আইনমন্ত্রী
- করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব
- কৃষি আধুনিকীকরণ করতে ২১১ কোটি টাকার প্রকল্প
- সঠিক পরিসংখ্যান প্রকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী
- যুদ্ধাপরাধীদের দালাল কুচক্রী ডেভিড বার্গম্যান
- ম্রোদের ন্যায়সঙ্গত আন্দোলনকে কেন্দ্র অন্যান্য সম্প্রদায়ের অনৈতিক ফায়দা লাভের অপচেষ্টা
- কোভিড ভ্যাক্সিনঃ
স্পেন, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডাকে ছাড়িয়ে শীর্ষে বাংলাদেশ - বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারী ডেভিড বার্গম্যান সম্পর্কে যা জানা জরুরি
- আল জাজিরার জ্বলুনি কোথায়?
- বান্দরবানে
ম্রোদের পাশে সবসময় আছে বাংলাদেশ সেনাবাহিনী - শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমুদ্র বিজয়
- বিভ্রান্তির কিছু নেই,বাংলাদেশের ঘরে ঘরে রয়েছে ইসরায়েলের যন্ত্রাংশ
- বান্দরবানে ভাল্লুকের আক্রমনে আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রামে প্রেরণ
- বান্দরবানের লামায় ৬ দফা দাবিতে তামাক চাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন
- সামির ভয়েই আমেরিকায় পালিয়ে গেলেন মিলা
- বিয়ের দীর্ঘদিন পরও সন্তান না হওয়ার কারণ ও চিকিৎসা
- ১৪ কোটি ৭ লাখ টাকা সহায়তা পেয়েছে ৪৬৪০ সাংবাদিক
- বান্দরবানে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯ লক্ষ টাকা জরিমানা
- বান্দরবান পৌরসভা নির্বাচন উপলক্ষে মক ভোট অনুষ্ঠিত
- বান্দরবানে আগামী ৭ ফেব্রুয়ারি করোনা টিকা কার্যক্রম শুরু
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতা
- বান্দরবানে করোনায় আক্রান্ত ৯০৩জন
- বান্দরবানের লামাতে বন্য হাতির আক্রমণে প্রতিবন্ধী নারীর মৃত্যু
- নিরাপদ খাদ্যের ঠিকানা হবে সোনার বাংলাদেশ: প্রধানমন্ত্রী
