মেট্রো রেলে উচ্ছ্বসিত যাত্রীরা
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২

কুয়াশার কারণে সকালের সূর্যের আলো তখনো সেভাবে জানান দেয়নি। ঘড়ির কাঁটা সাড়ে ৭টা ছুঁই ছুঁই। এরই মধ্যে মেট্রো রেলে যাত্রীদের প্রথম যাত্রার অপেক্ষা যেন উত্তাপ ছড়াচ্ছিল। ঠিক সকাল ৮টা ৩৩ সেকেন্ডে হুইসেল বাজিয়ে সাধারণ যাত্রী নিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রো রেল।
উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এদিকে আগারগাঁও স্টেশনে প্রবেশের অপেক্ষায় থাকা মানুষের সারি পাসপোর্ট অফিস পার হয়ে গেছে।
সেই অপেক্ষার সারিতে দেড় মাসের শিশু তানাস পারভীনকে কোলে দিয়ে দাঁড়িয়ে ছিলেন শাহনাজ পারভীন। তিনি থাকেন মিরপুর সাড়ে ১১ ইস্টার্ন হাউজিং এলাকায়। শাহনাজের সঙ্গে স্বামী ও ছোট বোন এসেছেন। ‘মেট্রো রেল চালু হলে প্রথম দিনই বাচ্চাকে নিয়ে ট্রেনে উঠব ঠিক করে রেখেছিলাম। সে অনুযায়ী আজ (গতকাল) খুব ভোরে বাসা থেকে রওনা দিয়ে আগারগাঁও চলে আসি। এটা ওর (সন্তানের) স্মৃতি হয়ে থাকবে। দিয়াবাড়ী গিয়ে আবার মেট্রোতেই ফিরব’, উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বললেন শাহনাজ।
গতকাল বৃহসপতিবার ছিল দেশের প্রথম মেট্রো রেলের আনুষ্ঠানিক যাত্রী পরিবহনের প্রথম দিন। এদিন মেট্রোতে দেখা গেছে যাত্রীদের আনন্দের উল্লাস আর উচ্ছ্বসিত উদযাপন।
মেট্রো রেলের একটি কোচে বসে আছেন মো. সোলাইমান। কারওয়ান বাজার থেকে এসেছেন তিনি। জানতে চাইলে সোলাইমান বলেন, ‘স্টেশনে এসে দেখি যে সবাই প্যান্ট পরা। আমি একাই লুঙ্গি পরা। এ জন্য চিন্তা করছিলাম আমারে কি উঠতে দিব, নাকি দিব না। তবে কোনো সমস্যা হয়নি। এটা মানুষকে বলতে পারব প্রথম দিন মেট্রো রেলে উঠেছি। ’
সরেজমিনে ট্রেনের ভেতরে দেখা যায়, ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা প্রায় সমস্বরে উচ্ছ্বাস প্রকাশ করছে। গতকাল আগারগাঁও থেকে যে ট্রেনটি ১১টা ২৩ মিনিট ৫০ সেকেন্ডে স্টেশন ছেড়ে যায়, সে ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছায় ১১টা ৩৬ মিনিট ২০ সেকেন্ডে। এই ১১.৭৩ কিলোমিটার পথ মেট্রোতে যেতে সময় লাগে ঠিক সাড়ে ১৩ মিনিট। তবে একেক ট্রেন একেক সময় ভিন্ন ভিন্ন গতিতে চলায় সব ট্রেনে যাত্রার সময় সমান হয়নি। যেমন গতকালকের জন্য উত্তরা থেকে শেষ ট্রেনটি ছাড়ে দুপুর ১২টা ১০ মিনিট ২৫ সেকেন্ডে। সেই ট্রেন মাত্র ১০ মিনিট ২২ সেকেন্ডে ১২টা ২০ মিনিট ৫৭ সেকেন্ডে এসে আগারগাঁও পৌঁছায়।
প্রথম দিন মেট্রো রেলে উঠতে মোহাম্মদপুরের আদাবর থেকে এসেছেন শারীরিক প্রতিবন্ধী জাকির হোসেন। ভিক্ষা করেন তিনি। জানতে চাইলে তিনি বলেন, ‘আমিও টিকিট কেটে ট্রেনে উঠতে পেরেছি, এটাই তো আমার বড় কিছু। দারুণ আনন্দ পেয়েছি। অনেকে ভিক্ষা দিতে চেয়েছে। বলেছি, আমি ঘুরতে আইছি, ভিক্ষা নিব না। ’
মেশিনে বিভ্রাট
প্রথম দিন হওয়ায় স্টেশনে যেমন মানুষের ভিড় ছিল, তেমনি কিছু সাময়িক সমস্যাও তৈরি হয়। স্টেশনে দুটি টিকিট কাউন্টারের সঙ্গে রয়েছে ছয়টি স্বয়ংক্রিয় টিকিট কাটার মেশিন। কিন্তু গতকাল স্বয়ংক্রিয় টিকিট কাটার মেশিন ব্যবহারের জন্য উন্মুক্ত ছিল তিনটি। মাঝে মধ্যেই এসব মেশিন বিকল হয়ে যেতে দেখা যায়। মেশিনে অনেকের টাকাও আটকে যায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক কালের কণ্ঠকে বলেন, পুরনো ও ময়লা টাকা মেশিনে আটকে যাচ্ছে। এটা ফটোকপি মেশিনের মতো, কাগজ আটকে গেলে সেই কাগজ বের করে আবার কাজ শুরু করতে হয়। আবার মেশিনে অনেকে ৫০০ ও এক হাজার টাকার নোট দিয়েছেন। এতেও সমস্যা হয়েছে। তবে সঙ্গে সঙ্গেই মেশিন সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে এম এ এন সিদ্দিক বলেন, “আজকের অবস্থা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারছি। যারা একসঙ্গে পাঁচটা টিকিট নেবেন, তাঁরা যেন ৫০০ টাকার নোট মেশিনে দিতে পারেন সে জন্য আলাদা বুথ নির্ধারণ করা যেতে পারে। বাকি বুথে ৫০০ টাকা ও এক হাজার টাকার নোট ‘দেওয়া নিষেধ’ এমনটা উল্লেখ করা হবে। ”
এম এ এন সিদ্দিক আরো বলেন, ‘যাত্রীদের অভ্যস্ততার একটা বিষয় রয়েছে। এমনকি আমাদের নিজেদেরও অভ্যস্ত হতে হবে। তাই প্রথম দিকে কম যাত্রী নিয়ে অল্প সময়ে ট্রেন চালানো হচ্ছে। আগামীকালও (আজ) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেনে যাত্রী পরিবহন করা হবে। ’
প্রথম দিন ৩৮৫৭ যাত্রী
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, প্রথম দিনেই মেট্রো রেলে তিন হাজার ৮৫৭ জন যাত্রী পরিবহন করা হয়েছে। এ থেকে মেট্রো রেলের আয় হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা। মোট যাত্রীর মধ্যে তিন হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন। তাঁরা সবাই ৬০ টাকা করে ভাড়া দিয়েছেন। এতে আয় হয় দুই লাখ ২৫ হাজার ৩৬০ টাকা।
এ ছাড়া ৯৯ জন্য এমআরটি পাস ব্যবহার করেছেন। প্রতি এমআরটি পাসের বিপরীতে ৫০০ টাকা করে পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এতে আয় হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। এই কার্ড থেকে ৯৯ জন যাত্রীর ভাড়া কাটা হয়েছে। আর দুইজন যাত্রী র্যাপিড কার্ড ব্যবহার করেছেন। সেখান থেকে ১২০ টাকা ভাড়া পাওয়া গেছে। গতকাল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগারগাঁও থেকে ২৫টি ও উত্তরা থেকে ২৫টি করে মোট ৫০টি ট্রিপ দেয় মেট্রো রেল।
এমআরটি পাস আজ থেকে
মেট্রো রেলে চলাচলের জন্য আজ শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রো রেলের উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশনের কাউন্টার থেকে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস সংগ্রহ করা যাবে। এমআরটি পাস সংগ্রহের জন্য যাত্রীদের কার্ডের মূল্য বাবদ ২০০ টাকা ও ব্যবহারযোগ্য ৩০০ টাকাসহ মোট ৫০০ টাকা কাউন্টারে পরিশোধ করতে হবে এবং পূরণ করা এমআরটি পাস নিবন্ধন ফরম জমা দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এমআরটি পাস নিবন্ধন ফরমটি ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ ছাড়া সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলাচলের সময়ও যাত্রীরা চাইলে এমআরটি পাস সংগ্রহ করতে পারবেন।

- পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলার ৪১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- বান্দরবানে পর্যটন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়
- পাহাড়ি যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির অফিস ভবন উদ্বোধন
- শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করলো বান্দরবান সেনা রিজিয়ন
- কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধ
- দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গাপূজায় কড়া নিরাপত্তার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ব্যাপক নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
- আইএইএ বোর্ড অব গভর্নরসের সদস্য হলো বাংলাদেশ
- মুক্তিযুদ্ধ ও গণহত্যা স্মরণে আন্তর্জাতিক সম্মেলন আজ
- বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
- চতুর্থ শিল্পবিপ্লবে কল্যাণমুখী রাষ্ট্র : চার মূলনীতিকে ভিত্তি ধরে স্মার্ট বাংলাদেশ ইশতেহার
- গ্রাউন্ড হ্যান্ডলিং দায়িত্ব পাচ্ছেন বিদেশিরা
- পাচার হওয়া টাকা ফেরত আনতে ‘এজেন্সি’ নিয়োগ দেবে সরকার
- তিন দিনের ছুটিতে পর্যটকে মুখর বান্দরবান
- বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মধু পূর্ণিমা উদযাপন
- মিথ্যা বলে ভোট নেয়ার দিন শেষ- বীর বাহাদুর উশৈসিং।
- আলীকদম সেনা জোনের ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন
- বান্দরবানে ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা
- থানচি ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা
- আলীকদম সেনা জোনের অভিযানে অবৈধ কাঠ জব্দ
- মহানবীর আদর্শ অনুসরণেই সফলতা-শান্তি নিহিত: প্রধানমন্ত্রী
- জন্মদিনে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
- আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে ফিরে যাবে : প্রধানমন্ত্রী
- সব ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশ এগিয়ে যাবে: রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রীর জন্মদিনে বিআইডব্লিউটিএর উপহার নৌকা বাইচ, মানুষের ঢল
- দেশে এলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির প্রথম চালান
- ঢাকাসহ সব বড় শহর তারমুক্ত হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো
- দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা
- আমরা চাই কেউ নিরক্ষর না থাকুক - ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ
- অভাবী মায়ের পাশে দাড়াল আলীকদম সেনা জোন
- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে - বীর বাহাদুর
- শান্তি প্রতিষ্ঠা কমিটির বম নেতৃবৃন্দের প্রতি হুমকি আসছে: নিতে পারেন অব্যাহতি
- আলীকদমে যৌথ অভিযানে ৪ বার্মিজ গরু আটক
- দেশের উন্নয়নে শেক হাসিনার বিকল্প নেই- বীর বাহাদুর উশৈসিং
- বান্দরবানে ২ এপিবিএন এর অভিযানে গ্রেফতার ৩ জন
- লামায় স্কাউটস্ এর ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
- বান্দরবানে এককালীন অনুদান ও মশারি বিতরণ
- বান্দরবানে সাড়ে ৭ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্থর উদ্বোধন
- আলীকদমে যৌথ অভিযানে পাচারের সময় বার্মিজ গরু আটক
- লামায় দায়ের কোপে ৫ বছরের শিশু নিহত
- আলীকদমে সেনাজোনে উজ্জীবিত একত্রিশ’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- বান্দরবানে বিসিএস শিক্ষা ক্যাডারদের সংবাদ সম্মেলন
- প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বের কারনে দেশ এগিয়ে যাচ্ছে - বীর বাহাদুর উশৈসিং
- লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজের ২ দিন পর মিল্ল লাশ
- বান্দরবানে অনগ্রসর নারীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ সনদ অনুদানের চেক প্রদান
- থানচি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন
- নাইক্ষ্যংছড়িতে ১২০ লিটার চোলাই মদসহ আটক ১
- বান্দরবানে সহকারী জজ,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের অবহিতকরণ সভা
