সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ১০ ১৪৩০
|| ০৯ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১০ মার্চ ২০২৩
১৯৬৯ সালের ১০ থেকে ১৩ মার্চ পর্যন্ত গোলটেবিল বৈঠক চলে। তবে ওই বৈঠক কোনো ইতিবাচক ফল বয়ে আনেনি। পাকিস্তানি শাসকগোষ্ঠী ও রাজনীতিবিদরা বঙ্গবন্ধুর দাবির মূল্যায়ন না করার ফলে গোলটেবিল বৈঠক থেকে ১৩ মার্চ তিনি বের হয়ে আসেন। আইয়ুব খান আশা করেছিলেন, ক্ষমতার লোভ দেখিয়ে শেখ মুজিবকে হয়তো টলানো যাবে। সেজন্য তিনি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু নিজের দাবি সম্পর্কে বিন্দুমাত্র নমনীয়তা প্রদর্শন করেননি। করারও কথা নয়। যে জনমত তিনি দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে গড়ে তুলেছিলেন তাকে উপেক্ষা করা তার মতো নিবেদিতপ্রাণ নেতার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না।
রাওয়ালপিন্ডিতে গোলটেবিল বৈঠক ব্যর্থ হওয়ায় আইয়ুব খানের সব আশার প্রদীপ নিভে গেল। তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করার অভিপ্রায় প্রকাশ করে ২৪ মার্চ তাকে চিঠি লিখলেন। পরদিন ২৫ মার্চ বেতার ভাষণের মাধ্যমে তিনি তার ক্ষমতা হস্তান্তরের কথা দেশবাসীকে জানালেন। বেতারে আইয়ুব খানের ভাষণ শেষ হওয়ার কয়েক মিনিট পরই ক্ষমতা গ্রহণ করেন ইয়াহিয়া খান এবং একই সঙ্গে দেশজুড়ে জারি করেন সামরিক শাসন।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়