১০তলা পাইকারি বিপণিবিতান হচ্ছে পুড়ে যাওয়া বঙ্গবাজারে
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩

পুড়ে যাওয়া বঙ্গবাজারে বহুতল ভবন নির্মাণ করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বঙ্গবাজারের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান’। ১০ তলাবিশিষ্ট এ ভবনে প্রায় ৩ হাজার ৪২টি দোকান গড়ে তোলা হবে বলে জানা গেছে। বর্তমানে নকশা নির্মাণের কাজ চলছে। নকশা নির্ধারণ হলেই কাজ শুরু হবে। এদিকে পুরোনো ব্যবসায়ীরা সেখানে দোকান বরাদ্দ পাবেন কি না, সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।
জানা গেছে, তিনটি পরামর্শক প্রতিষ্ঠানকে এ ভবন নির্মাণের নকশা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। যে নকশা সবচেয়ে ভালো মনে হবে, সেটির আদলেই ভবনটি নির্মাণ করবে ডিএসসিসি। নতুন ভবনে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ লিফট ও ১১টি সিঁড়ি এবং ফায়ার এক্সিট সিঁড়ি থাকবে ছয়টি। সব মিলিয়ে নকশা চূড়ান্ত করার পর ভবন নির্মাণের দরপত্র আহ্বান করবে ডিএসসিসি। ধারণা করা হচ্ছে, ১০ তলাবিশিষ্ট বহুতল ভবন নির্মাণের ফলে বদলে যাবে বঙ্গবাজারের রূপ, সেই সঙ্গে গতি আসবে ক্ষতিগ্রস্তদের ব্যবসায়।
১.৭৯ একর জায়গার ওপর নির্মাণ হতে যাওয়া বহুতল ভবনে থাকবে ৩ হাজার ৪২টি দোকান। প্রতিটি দোকানের আয়তন হবে ৮০-১০০ স্কয়ার ফুট। এ ভবনে থাকবে বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে মোট ৩৮৪টি, প্রথম তলায় ৩৬৬টি, দ্বিতীয় তলায় ৩৯৭টি, তৃতীয় তলায় ৩৮৭টি, চতুর্থ তলায় ৪০৪টি, পঞ্চম তলায় ৩৮৭টি, ষষ্ঠ তলায় ৪০৪টি ও সপ্তম তলায় ৩১৩টি দোকান থাকবে। ভবনটিতে আটটি লিফটের মধ্যে চারটি থাকবে ক্রেতা-বিক্রেতা এবং বাকি চারটি কার্গো লিফট থাকবে মালামাল ওঠা-নামানোর জন্য। এ ছাড়া থাকছে গাড়ি পার্কিং, খাবার দোকান, সমিতির অফিস, নিরাপত্তাকর্মী এবং সেখানকার কর্মীদের আবাসনব্যবস্থা। ভবনটি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৩৮ কোটি টাকা।
গত ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেটগুলো পুরোপুরি ভস্মীভূত হয়। এ ছাড়া, মহানগর শপিং কমপ্লেক্স, এনেক্সকো টাওয়ার, বঙ্গ হোমিও মার্কেট এবং বঙ্গ ইসলামিয়া মার্কেটের কিছু অংশেও আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৩ হাজার ৮৪৫ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে।
প্রতিবেদনে অগ্নিকাণ্ডে প্রায় ৩০৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয় বলেও উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে পুড়ে যাওয়া মার্কেটের ফাঁকা স্থানে শামিয়ানা ও ছোট ছোট চৌকি বসিয়ে কোনোমতে ব্যবসা পরিচালনা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের মতে, সেখানে আগের মতো ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, আদৌ দোকান বরাদ্দ এবং ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কিত তারা। বর্তমানে তারা চৌকি ও শামিয়ানা টাঙিয়ে কোনোমতে ব্যবসা পরিচালনা করছেন। এ অবস্থায় যদি ভবন নির্মাণের কাজ শুরু হয়, তাহলে তাদের সেখান থেকে চলে যেতে হবে। একটি ভবন নির্মাণ দীর্ঘ সময়ের ব্যাপার। এত দীর্ঘ সময় তারা কোথায় ব্যবসা করবেন, না কি ব্যবসা গুটিয়ে নেবেন, এসব নিয়ে চিন্তিত তারা।
বঙ্গবাজারে মাহিম কালেকশন নামের একটি দোকানের মালিক খোরশেদ আলম বলেন, ‘ক্ষতি যা হওয়ার তা আগেই হয়েছে। এখন আর আগের মতো ক্রেতা আসে না, বেচাবিক্রিও তেমন নেই। এ অবস্থায় শুনছি, নতুন করে বহুতল ভবন বানাবে সিটি করপোরেশন। বানালে ভালো, আমরা ব্যবসার ভালো পরিবেশ পাব। উন্নত মার্কেটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসবেন। মার্কেটে আগের মতো ব্যবসা ফিরে আসবে। তবে, মার্কেট নির্মাণের দীর্ঘসময় আমরা কোথায় ব্যবসার করব, কোথায় যাব; আদৌ এ সময় ব্যবসা পরিচালনা করতে পারব কি না, এসব নিয়ে আমরা শঙ্কিত।’
জাহান বস্ত্র বিতানের মালিক রবিউল ইসলাম বলেন, ‘আমরা যারা এখানকার আদি ব্যবসায়ী, তারা সবাই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যারা ক্ষতিগ্রস্ত, মার্কেট নির্মাণ হলে তারাই যেন দোকান বরাদ্দ পাই। ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকে দেখেছি, কোথাও পুরোনো মার্কেটের স্থানে নতুন মার্কেট নির্মিত হলে সেখানকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই নতুন দোকান বরাদ্দ পান না। বরং বাইরে থেকে ব্যবসায়ীরা সংশ্লিষ্টদের সঙ্গে গোপন যোগাযোগ করে দোকান বরাদ্দ নেন। আমাদের ক্ষেত্রে যেন এমনটা না হয়, সেটাই দাবি।’
এ বিষয়ে ডিএসসিসির মার্কেট নির্মাণ সেলের প্রকৌশলী তৌহিদ সিরাজ বলেন, ভবন নির্মাণে তিন প্রতিষ্ঠানকে নকশা প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছে। যেটি সবচেয়ে ভালো বলে মনে হবে, সেই নকশা অনুযায়ী ভবন নির্মাণ হবে। বঙ্গবাজার পাইকারি নগর বিপণিবিতান ভবনটির নির্মাণকাজ বেশ গুরুত্ব সহকারে এগিয়ে চলছে। ডিএসসিসির যতগুলো মার্কেট আছে, তার মধ্যে এ মার্কেট ভবনটি হবে সবচেয়ে আধুনিক।

- বান্দরবানে সহকারী শিক্ষক ও ৪র্থ শ্রেনী কর্মচারী নিয়োগপত্র হস্তান্তর
- লামায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণ
- যে কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন
- ছেলেরা মেয়েদের থেকে পিছিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
- সিলেটের হরিপুরে মিলছে নতুন গ্যাস
- সোনাগাজীতে সৌরবিদ্যুৎকেন্দ্র করবে চীনা কনসোর্টিয়াম
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা চূড়ান্ত
- তফসিল রিশিডিউল করা যেতে পারে ভোট পেছাবে না
- ব্যয়ের উৎস না জানালে ৭ বছর জেল
- বান্দরবান সেনা রিজিয়নের শিক্ষা সামগ্রী বিতরণ
- আলীকদমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
- থানচি উপজেলায় খ্রীষ্টরাজের মহাপর্ব উদযাপন
- থানচি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
- রুমায় আওয়ামীলীগের নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভা
- বীর বাহাদুর উশৈসিং এম পি কে মনোনয়ন দেয়ায় আলীকদমে আনন্দ মিছিল
- বীর বাহাদুর উশৈসিং কে একক প্রার্থী ঘোষনা করায় আনন্দ মিছিল
- নৌকার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ বসছেন শেখ হাসিনা
- চার মাসে কৃষিঋণ বিতরণ ১২ হাজার কোটি টাকা
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ
- ঋণখেলাপিদের প্রার্থিতা ঠেকাতে নানা পদক্ষেপ
- অবাধ নিরপেক্ষতার প্রতিশ্রুতি নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ
- টেকনাফে পাচারকালে শিশুসহ ৫৮ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪ দালাল
- কৃষিতে নীরব বিপ্লব
- নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ গুরুত্ব পাচ্ছে
- অপরাধ দমনে মাঠে থাকবেন ৬৫৩ বিচারিক হাকিম
- বান্দরবানে ৫০লিটার চোলাই মদসহ আটক ১ জন
- বান্দরবান উজানীপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
- লামায় পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার
- বান্দরবানে রোয়াংছড়ির ক্যাপলং ও পাইক্ষ্যং পাড়ায় সেনা রিজিয়ন ও জেলা পরিষদের মানবিক সহায়তা প্রদান
- নাইক্ষ্যংছড়ি মিয়ানমারের ১৩ রোহিঙ্গা যুবক আটকের পর ক্যাম্পে হস্তান্তর
- খসড়া প্রকাশ: সর্বনিম্ন সাড়ে ১২ হাজার; সর্বোচ্চ ১৪,৭৫০ টাকা পাবেন পোশাক শ্রমিকরা
- আনন্দের জোয়ার বইলো পাইক্ষ্যং পাড়ায় ফেরা ৬৩ বম পরিবারের
- নাইক্ষ্যংছড়ি মিয়ানমারের ১৩ রোহিঙ্গা যুবক আটকের পর ক্যাম্পে হস্তান্তর
- আলীকদমে বিজিবি`র শীতবস্ত্র বিতরণ
- তিনমাস বর্ষাবাসের পর পাহাড়ের প্রাণের উৎসব "ওয়াগ্যোয়াই পোয়ে"
- রুমা সেনা জোনের সাথে ও পাড়াবাসীর মত বিনিময় সভা
- শিক্ষার্থীদের মাঝে বান্দরবান সেনা জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত
- রুমা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
- বান্দরবানে কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির স্বশরীরে প্রথম বৈঠক
- বান্দরবানে রেইচা থলী পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব
- পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দিবস উদযাপন সমন্বয় সভা অনুষ্ঠিত
- বান্দরবানে ৫০লিটার চোলাই মদসহ আটক ১ জন
- অবরোধের প্রথম দিনে বান্দরবানে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
- পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে ,সময়ে এক ফোড়ঁ অসময়ে দশ ফোড়ঁ
- আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই
- বান্দরবানে রোয়াংছড়ির ক্যাপলং ও পাইক্ষ্যং পাড়ায় সেনা রিজিয়ন ও জেলা পরিষদের মানবিক সহায়তা প্রদান
- প্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলেন আরও ৬৮ শিক্ষক
- বান্দরবানে কুহালং ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন
- বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত এক
- বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উদযাপন
