সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৪ ১৪৩১
|| ০৪ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৪
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশে কমানো হয়েছে জ্বালানি তেলের দাম। অন্তর্বর্তী সরকার সেপ্টেম্বরের জন্য জ্বালানি তেলের এই দাম সমন্বয় করেছে। এই দাম আজ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। নতুন দরে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন ১ টাকা ২৫ পয়সা থেকে সর্বোচ্চ ৬ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পেট্রল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যস্ত আওয়ামী লীগ সরকার আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করতে পারেনি। তখন জ্বালানি বিভাগ থেকে বলা হয় পরিবর্তন খুবই সামান্য, সে কারণে আর দাম ঘোষণা করা হচ্ছে না।
জ্বালানি বিভাগ বলছে, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিন এতদিন বিক্রি হয়েছে লিটারপ্রতি ১০৬ টাকা ৭৫ পয়সা। এই দাম থেকে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ডিজেল ১০৫ টাকা ৫০ পয়সা করা হয়েছে। বর্তমানে পেট্রল ১২৭ টাকায় বিক্রি হচ্ছে। এই দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা করা হয়েছে। এ ছাড়া অকটেনের লিটার প্রতি বর্তমান দাম ১৩১ টাকা। এই দাম থেকেও ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। গত মার্চ মাস থেকে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে আসছে সরকার যা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়