মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩
যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে গেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফের উৎপাদন শুরু হয়। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। এক কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্রটির ছাই নির্গমন প্রক্রিয়ার ত্রুটির গত ১৪ সেপ্টম্বর থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রটি। টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু হয়েছিল।
উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই, ৩০ জুলাই ও ১৪ সেপ্টেম্বর মোট সাত দফা বন্ধ হয় কেন্দ্রটি। বর্তমানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গত বছর ১৭ ডিসেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়