সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৪ ১৪৩১
|| ০৪ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪
সংযুক্ত আরব আমিরাতের সরকার সে দেশে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়- সাধারণ ক্ষমার মেয়াদ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। যেসব অভিবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নতুন ভিসার জন্য এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। কেউ যদি এই সময়সীমার মধ্যে আমিরাত ত্যাগ করতে চান, তারাও কোনো প্রকার জরিমানা প্রদান ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন। দ্য ন্যাশনাল ও গালফ নিউজ।
আমিরাতের পরিচয়পত্র, নাগরিকত্ব ও কাস্টমসবিষয়ক কর্তৃপক্ষ থেকে বিবৃতিটি দেওয়া হয়েছে। দেশটির স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের এই
পদক্ষেপের ফলে উপকৃত হবেন সে দেশে বসবাসরত প্রায় ৫০ হাজার বাংলাদেশি অভিবাসী, যাদের আমিরাতে বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে।
প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলের অন্য দেশের মতো আমিরাতেও অভিবাসী হিসেবে বিভিন্ন দেশের লোকজন বসবাস করেন। তাদের সংখ্যাগত দিক থেকে শীর্ষে রয়েছেন পাকিস্তানিরা। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ভারতীয় এবং বাংলাদেশিরা।
করোনা মহামারির ধাক্কা কেটে যাওয়ার পর ২০২১ সালে ভিজিট ভিসা চালু করে আমিরাত সরকার। ওই সময় এই ভিসায় দেশটিতে যান শত শত বাংলাদেশি। তাদের অনেকেরই ওই দেশে বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। এরও আগে যারা আমিরাতে গিয়েছিলেন তাদের মধ্যেও অনেকের ভিসার মেয়াদ আর নেই। সাধারণ ক্ষমা ঘোষণায় বৈধ হওয়ার সুযোগ দেখছেন ভিসার মেয়াদ না থাকা বাংলাদেশিরা। আমিরাত সরকারের সাধারণ ক্ষমা তাদের সামনে বড় সুযোগ খুলে দিয়েছে বলে মনে করছেন অভিবাসী বিশেষজ্ঞরা।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়