সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৪ ১৪৩১
|| ০৪ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৪
আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশন ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্সড ডিসপিয়ারেন্সে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক কনভেনশনে প্রবেশের নথি জাতিসংঘের মহাসচিবের কাছে জমা দেওয়া হয়েছে।
গতকাল জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনের চুক্তিপত্রের অনুলিপিটি জাতিসংঘের চুক্তি বিভাগের প্রধান ডেভিডকে ন্যানোপোলোসের কাছে হস্তান্তর করেন। মহাসচিবের পক্ষে তিনি অনুলিপি গ্রহণ করেন। কনভেনশনের বিধান অনুসারে, ২৯ সেপ্টেম্বর থেকে এটি বাংলাদেশের জন্য কার্যকর হবে। এ সময় রাষ্ট্রদূত মুহাম্মদ এ মুহিত বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনগণের জন্য সব মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব গ্রহণের ২০ দিনের মধ্যে সরকার এই গুরুত্বপূর্ণ মানবাধিকার চুক্তিতে যোগ দেওয়ার জন্য সব অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করেছে। ডেভিড ন্যানোপোলোস এই ঐতিহাসিক অনুষ্ঠানে বাংলাদেশকে অভিনন্দন জানান এবং বহুপক্ষীয় চুক্তি কাঠামোর প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি বলেন, জাতিসংঘ অবিলম্বে আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় সব বিজ্ঞপ্তি জারি করবে। নথিটি একটি বিশেষ দিনে জমা করা হয়েছে। ৩০ আগস্ট; যা বিশ্বব্যাপী নিখোঁজ হওয়ার শিকারদের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়। যারা এ ধরনের জঘন্য অপরাধের শিকার হয়েছেন তাদের পরিবারের জন্য আজকের এই পদক্ষেপ অগণিত ভুক্তভোগীর প্রতি আমাদের সংহতি প্রকাশ করে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়