শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২৫ ১৪৩১
|| ০৬ রবিউস সানি ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করতে। যাতে সত্যিকারের মুক্তিযোদ্ধারা সম্মানিত হন। সবাই যেন তাদের যুদ্ধের অবদান স্মরণীয় করে রাখে।’
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুরে ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ফারুক-ই-আজম বলেন, ‘এখন আর আগের মতো সংসদ সদস্য কিংবা উপজেলা চেয়ারম্যান নেই যে, তাদের খেয়াল খুশিমতো প্রকল্প করতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকায় যারা বসবাস করেন তাদের সাথে পরামর্শ করে নতুন প্রকল্প তৈরি করবেন। সাধারণ মানুষের যেন উন্নয়নের সুফল পায় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। কারও খেয়াল খুশিতে প্রকল্প করা যাবে না। আমরা কারও খেয়াল খুশিতে কাজ করবো না। দেশের মানুষ পরিবর্তন করেছে, তাই মানুষের কল্যাণের আমরা জন্য কাজ করবো।’
এ সময় কর্মকর্তাদের উদ্দেশে এই উপদেষ্টা বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় যারা বসবাস করেন, তাদের সঙ্গে পরামর্শ করে নতুন প্রকল্প তৈরি করা হবে। সাধারণ মানুষ যেন উন্নয়নের সুফল পায়, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে।’
পরিদর্শনকালে জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়