শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২৫ ১৪৩১
|| ০৬ রবিউস সানি ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪
আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় ভারত থেকে আলু আমদানির সম্ভাবনা শুরু হয়েছে। এতে একদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে দেশীয় আলুর দাম কমেছে কেজিতে পাঁচ টাকা। নিত্যপণ্যটির আলুর দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষ। আমদানি শুরু হলে আরও কমতে পারে দাম।
রবিবার (৮ সেপ্টেম্বর) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রত্যেকটি দোকানেই আলুর ভালো সরবরাহ লক্ষ্য করা গেছে। একদিন আগেও দেশীয় গুটি জাতের আলু ৫৫ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪৮ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাটিনাল জাতের আলু ৫০ থেকে ৫২ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪৬ থেকে ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে আলু কিনতে আসা হায়দার আলী বলেন, কয়েকদিন আগেই গুটি আলু বাজার থেকে কিনলাম ৫৫ টাকা কেজি দরে। সেই আলু আজ কমে ৫০ টাকা দরে কিনলাম। কেজি প্রতি পাঁচ টাকা কমেছে।
অপর ক্রেতা ইছাহাক আলী বলেন, আলুর দাম আগের চেয়ে একটু কমছে। আরও কমলে আমাদের জন্য সুবিধা হয়।
হিলি বাজারের আলু বিক্রেতা আব্দুল মালেক বলেন, আলু আমদানিতে বিদ্যমান শুল্ক প্রত্যাহার করে নিয়েছে সরকার। এতে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আলু আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন আমদানিকারকরা। খুব শিগগিরই আবারও ভারত থেকে আলু আমদানি শুরু হতে পারে। এই খবরে দাম কমতে শুরু করেছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, আলু আমদানিতে শুল্ক আরোপ থাকায় আমদানি বন্ধ রেখেছিল আমদানিকারকরা। সম্প্রতি সরকার শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। যার কারণে ইতিমধ্যেই আমরা ভারতীয় রফতানিকারকদের সঙ্গে আলুর বিষয়ে কথা বলেছি। দাম নিয়ে খোঁজ নিয়েছি। বর্তমানে ভারতের বাজারে যে আলুর দাম গাড়ি ভাড়া দিয়ে দেশে এসে ৩৫ থেকে ৩৬ টাকার মতো পড়তে পারে। দেশের বাজারে আমদানি করা আলু ৪০ টাকার মধ্যে বিক্রি হতে পারে। আলু আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আইপি হাতে পেলেই এলসি খুলে আমদানি শুরু হতে পারে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, আলু আমদানির অনুমতি (আইপি) ইস্যুতে কোনও নিষেধাজ্ঞা নেই। আমদানিকারকরা যদি অনুমোদন চেয়ে আবেদন করেন, সেই মোতাবেক আইপি ইস্যু করছে সংশ্লিষ্ট দফতর।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়