রোববার ০১ অক্টোবর ২০২৩ ||
আশ্বিন ১৬ ১৪৩০
|| ১৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২০ মে ২০২০
বাংলাদেশের ট্যুর অপারেটরদের সংগঠন প্রজন্ম পরিষদের উদ্যোগে বান্দরবানের অসহায়র কর্মহীন এবং প্রান্তিকজনগোষ্ঠীর মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বান্দরবানের মেঘলায় অবস্থিত জেলা ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে প্রজন্ম পরিষদের পক্ষে থেকে এই নগদ অর্থ সহায়তা তুলে প্রদান করেন বান্দরবান জেলা ট্যুরিস্ট পুলিশ ইনর্চাজ আমিনুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন ট্যু গাইড এবং টিম লিডার মো. আরিফুল ইসলামসহ প্রমূখ।
এসময় বাংলাদেশের ট্যুর অপারেটরদের সংগঠন প্রজন্ম পরিষদের পক্ষ থেকে ৩১ জন ট্যুর গাইড, পর্যটক পরিবহণের সাথে সংশ্লিষ্টদের মধ্যে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনের সময় ‘এক সাথে বহুদুর’ এই স্লোগানে প্রজন্ম পরিষদ গঠন করা হয়। এরপর থেকে সারা দেশের পর্যটন উন্নয়নে কাজ করে যাচ্ছে এই প্রজন্ম পরিষদ।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়