শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ১৫ ১৪৩০
|| ১৪ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১
বান্দরবানে থানচি উপজেলা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের নির্মানাধীন মেগা প্রকল্প পরিদর্শনে গেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব হামিদা বেগম।
থানচি উপজেলা পরিদর্শনে আসেন। এসময় বলিপাড়া ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নের সাংগু নদীর উপর নির্মানাধীন সেতু, থানচি সদর রেস্ট হাউজ, পার্বত্য জেলা পরিষদের অর্থায়নের তিন্দু ইউনিয়নের পর্যটন কেন্দ্র রাজা পাথর এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি নির্মানাধীন উন্নয়ন কাজ দেখে সন্তোজনক প্রকাশ করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে, দাতা সংস্থা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) তত্ত্বাবধানে স্থানীয় এনজিও সংস্থা তহজিংডং সিইচটিডব্লিউসি ব্যবস্থাপনায় মার্শাল আর্ট কারাতে প্রতিযোগীতা প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এসময় পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, অর্থ বিষযক সদস্য হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি, ইউএনডিপি প্রকল্পের প্রতিনিধি খুশি রায় ত্রিপুরা উপস্থিত ছিলেন।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়