মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২
নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে বিদ্যুৎ সংযোগ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বীর বাহাদুর উশৈসিং বলেন, যত শান্তি থাকবে তত উন্নয়ন করবো। সন্ত্রাসীদের কোন আস্থানা যাতে এখানে গড়ে না উঠে সেজন্য জনসাধারণকে আইনশৃংখলা বাহিনীকে সহায়তার আহ্বান জানান তিনি।
ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও পার্বত্য উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষী পদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, রাঙ্গামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল বড়ুয়া, জেলা আওয়ামী লীগ সদস্য আবু তাহের কোং, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ, ইউএনও সালমা ফেরদৌস, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান প্রমুখ।
এর আগে, সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের রেস্ট হাউসে জেলা পরিষদের অর্থায়নে এমব্রয়ডারী মেশিন ও মাষ্ক বিতরণ করেন মন্ত্রী।
উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ পূর্বের সর্বশেষ দোছড়ি ইউনিয়নটিও বিদ্যুতের আওতায় এসেছে। প্রায় ১১ কিলোমিটার দূর থেকে বিদ্যুত সঞ্চালন লাইনের মাধ্যমে দীর্ঘ ৫১ বছর পর আলোকিত হয়েছে এই ইউনিয়ন। তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা। দোছড়িতে বিদ্যুতায়নের মাধ্যমে উপজেলার পাচঁ ইউনিয়নে এখন বিদ্যুতের আলো পৌঁছাল।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়