রোববার ০১ অক্টোবর ২০২৩ ||
আশ্বিন ১৬ ১৪৩০
|| ১৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২
বান্দরবানের বিভিন্ন উপজেলার নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে অটোমেটিক এ্যাম্ব্রয়ডারী মেশিন এবং জেলার বিভিন্ন কৃষক সমবায় সমিতির মাঝে ট্রাক্টর ও পাওয়ার টিলার মেশিন বিতরণ করা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এইসকল সামগ্রী বিতরণ করেন।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম,পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হালিম,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিনসহ বিভিন্ন নারী সমিতি ও কৃষক সমবায় সমিতির সদস্য এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন,বর্তমান সরকার নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে নিজ পায়ে দাঁড়াতে সরকার নারীদের বিনামুল্যে বিভিন্ন প্রশিক্ষণ,ভাতা এবং সহায়ক সামগ্রী প্রদান করে যাচ্ছে। এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরো বলেন,সরকারের পক্ষ থেকে আগামীতে সাধারণ জনগণের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং তা বাস্তবায়নের ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠি বিভিন্নভাবে উপকৃত হবে।
অনুষ্টানের শেষ পর্যায়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন নারীদের ২শত ৮৪টি অটোমেটিক এ্যাম্ব্রয়ডারী মেশিন এবং কৃষক সমবায় সমিতির মধ্যে ১টি ট্রাক্টর ও ৪টি পাওয়ার টিলার মেশিন বিতরণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়