রোববার ০১ অক্টোবর ২০২৩ ||
আশ্বিন ১৬ ১৪৩০
|| ১৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১ অক্টোবর ২০২২
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৮ বোতল বিদেশী মদসহ মো জাফর নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ এসময় মাদক পাচার কাজে ব্যবহার করা একটি থ্রি হুইলার টেক্সি জব্দ করেছে পুলিশ।
সন্ধ্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইনেসপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে এসআই পাভেল মল্লিকসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে তল্লাসী চালিয়ে ৬৮ বোতল বিদেশী মদসহ এই রোহিঙ্গাকে আটক করা হয় । এসময় মাদক পাচার কাজে ব্যবহার করা একটি থ্রি হুইলার টেস্কি (কক্সবাজার-থ-১১-৭০০৯) জব্দ করে পুলিশ ।
আটককৃত ব্যাক্তি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ২ নং ক্যাম্পের জামাল হোসাইন এর ছেলে মোঃ জাফর (৩৩)।
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইনেসপেক্টর)সোহাগ রানা বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে এবং মাদক চোরাকারবারীদের কোন ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন,এই সংক্রান্ত নাইক্ষ্যংছড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়