শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ১৫ ১৪৩০
|| ১৪ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২ অক্টোবর ২০২২
বান্দরবানের লামায় বৈদ্যুতিক শর্টে সাহাব উদ্দিন (৪৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। লামার মিরিঞ্জা পাহাড়ে বিদ্যুৎ সম্প্রসারণ লাইনের কাজ পরিদর্শনকালে ১১ হাজার লাইনের খুঁটির টানা তারের সাথে শর্ট লেগে তার মৃত্যু হয়।
এসময় তার সাথে থাকা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাহাব উদ্দিন লামা বিদ্যুৎ বিভাগের লাইনম্যান হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের নারারকুল গ্রামের মৃত মোঃ ইসলাম এর ছেলে।
লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ সাজ্জাদ সিদ্দিক লাইনম্যান সাহাব উদ্দিন এর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের উপস্থিতিতে নতুন সম্প্রসারিত বিদ্যুৎ লাইনের কাজ দেখতে গিয়ে ১১হাজার বিদ্যুতের লাইনের টানা তারের সাথে শর্ট লেগে সে অবচেতন হয়ে পড়ে। দ্রুত চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তার মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়