রোববার ০১ অক্টোবর ২০২৩ ||
আশ্বিন ১৬ ১৪৩০
|| ১৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২
বান্দরবান সদরের পৌরসভা এলাকার প্যারিস প্যারাডাইস ভবনের লিফটে আটকে গুরুত্ব আহত হয়েছে ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক দাড়োয়ান। আহত দাড়োয়ান মো.নুরল ইসলাম ওই ভবনের দেখাশুনার দায়িত্বে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২ টার দিকে হঠাৎ করে ওই দারোয়ান এক ব্যক্তিকে ফোন করে তাকে লিফট থেকে উদ্ধারে জন্য আহবান জানায়। এসময় সে নিজেকে আহত দাবি করার পাশাপাশি সে লিফটে এক শিশুর মৃতদেহ রয়েছে বলে জানান।
পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া লিফটে রশি নামিয়ে আহত দাড়োয়ান মো.নুরল ইসলামকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে লিফটের দরজা খুলতে না পারায় ভিতরে আর কেউ আছে কিনা তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা।
এদিকে দাড়োয়ান মো.নুরল ইসলাম এর ভাষ্যমতে ওই লিফটে এক শিশুর মৃতদেহ থাকার সংবাদে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা। দাড়োয়ান জানান,লাশটি ভবনের ৫ম তলার মোশফিকুল রহমান সোহলের বাসার কাজের মেয়ে সাবিকুর নাহার সাবু (১৩) হতে পারে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশান অফিসার মো.নাজমুল আলম একজনকে আটকে পড়া লিফট থেকে উদ্ধার করার কথা স্বীকার করেছেন এবং জানান এক শিশুর মৃতদেহ ভিতরে থাকতে পারে বলে আমরা অভিযান চালাচ্ছি ,বিস্তারিত পরে জানাবো।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়