বুধবার ২৯ মার্চ ২০২৩ ||
চৈত্র ১৫ ১৪২৯
|| ০৬ রমজান ১৪৪৪
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩
বান্দরবানে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনায় মোটর সাইকেল চালক আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বান্দরবান রাঙ্গামাটি সড়কের ক্যামলং পাহাড় এলাকার সড়কে পুবালী বাসের সাথে মোটর সাইকেলে মূখোমুখি সংর্ঘষ হয়। এসময় মোটর সাইকেল চালক বান্দরবান শহরের উজানী পাড়া এলাকার বাসিন্দা জেরিপ্রু মার্মা ছেলে পুলুপ্রু মার্মা আহত হয়। তবে মোটর সাইকেল চালক গুরুতর আহত না হলেও মোটর সাইকেলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়