শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৯ ১৪৩১
|| ০৮ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২৩ মে ২০২৩
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, লামা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩মে সকালে বাংলাদেশ আওয়ামী লীগ লামা উপজেলা ও লামা পৌর শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি লামা উপজেলা পরিষদের সামনে হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে উপজেলা পরিষদের শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, বিজয় আইচ, যুগ্ম-সাধারন সম্পাদক ছাচিং প্রু মার্মা ও মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, দপ্তর সম্পাদক অজহা ত্রিপুরা, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও, বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়