বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ৬ ১৪৩০
|| ০৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২৮ মে ২০২৩
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের সাকিং খুমি পাড়া, লাল ব্রীজ সংলগ্ন এলাকায় গাড়ী দূর্ঘটনায় মোঃ সেলিম(৪৫) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
শনিবার ২৭মে রাত আনুমানিক ৯.২০ এর দিকে রোয়াংছড়ি উপজেলাধীন তারাছা ইউপি'র বেতছড়া সাংকিং খুমি পাড়ার লাল ব্রীজ সংলগ্ন এলাকায় রুমা হতে ইট ভাঙ্গার মেশিন পরিবহন করে বান্দরবান সদরে আসার পথে তারাছা ইউপি'র বেতছড়া লাল ব্রীজ পৌছালে হঠাৎ ট্রাক গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের উপরে বসা ২ জনের মধ্যে ঘটনাস্থলে মোঃ সেলিম (৪৫) নামে একজন জন নিহত এবং মোঃ শামসুল আলম (৩৯) নামে অপর ১জন আহত হয়। আহতকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে ভর্তি করা হয়।
নিহত সেলিম বান্দরবান পৌরসভা ৮নং ওয়ার্ডের চান্দ্রারাজ পাড়ার মৃত মিয়া হোসেনের পুত্র। আহত মোঃ শামসুল আলম বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের লালা ব্রীজ এলাকার সৈয়দ আহমদ এর পুত্র।
দুর্ঘটনার বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল মান্নান জানান- "দুর্ঘটনার পর রোয়াংছড়ি থানা হতে একটি টিম দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত পক্রিয়া শেষে মৃত এবং আহতকে উদ্ধার করা হয়"।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়