বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ৬ ১৪৩০
|| ০৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৭ জুন ২০২৩
লামা উপজেলায় ১নং গজালিয়া ইউনিয়নে সাইক্লোন সেন্টার স্টাটআপ মিটিং ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ই জুন দুপুরে লামা উপজেলায় ১নং গজালিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড গাইন্দা পাড়ায় বড়বমু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাইক্লোন সেন্টারের ও স্টাটআপ মিটিং ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা, সেইভ দ্যা চিলড্রেন এর প্রকল্প কর্মকর্তা মোঃ দিদারুল মাহমুদ, শিক্ষা কর্মকর্তা আবু নুমান মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়াও, অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
সাইক্লোন সেন্টারটি তৈরি হলে এলাকায় বসবাসকারী জনসাধারণ পরিবেশ গত দুর্যোগের সময় উপকৃত হবে বলে জানান সংশ্লিষ্টরা।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়