বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ৬ ১৪৩০
|| ০৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৭ জুন ২০২৩
ইউনিসেফ বাংলাদেশ টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা তথ্য অফিস বান্দরবান এর আয়োজনে ইউনিয়ন সমন্বয় কমিটির সভা ও ইপিআই কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের সুধীজনের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ই জুন সকালে বান্দরবান সদর উপজেলাধীন ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার প্রিয়েন্ট সান, বিসিএস (তথ্য সাধারণ)।
এছাড়াও, কর্মশালায় উপস্থিত ছিলেন বান্দরবান সদর ইউনিয়নের সকল ইউপি সদস্য ও প্রান্তিক পর্যায়ের সুধীজনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ইউনিসেফ বাংলাদেশ এর সহায়তায় ইপিআই কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে মানুষদের কাছে বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার এই ওরিয়েন্টেশন কর্মশালাটি গত এপ্রিল ২০২৩ হতে শুরু হয়েছে এবং জুন ২০২৩ মাস পর্যন্ত চলবে বলে জানা যায়।
সুবিধাবঞ্চিত ও বিভিন্ন সেবা কার্যক্রমের বাহিরে অবস্থানরত প্রান্তিক পর্যায়ের মানুষদের মাঝে ইপিআই সেবা পৌঁছে দেওয়া ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহনে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মশালার উদ্দেশ্য।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়