কে হচ্ছেন বান্দরবান পৌরসভার আগামীর নগর পিতা!
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৮ জুন ২০২৩

সম্প্রীতির জেলা পার্বত্য বান্দরবানে বইছে নির্বাচনের আমেজ, গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এর মৃত্যুজনিত কারনে গত ০২ মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় পুনারাদেশ না দেয়া পর্যন্ত বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র-১ সৌরভ দাশ শেখরকে আর্থিক ক্ষমতাসহ মেয়র এর পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।
একই সাথে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩৩(২) ধারা এর বিধানমতে উক্ত মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
১৯৮৪ সালে ১৫ দশমিক ৮৮ বর্গকিলোমিটার জায়গা নিয়ে বান্দরবান পৌরসভা গঠিত হয়। ‘গ’ শ্রেণি দিয়ে যাত্রা শুরু হলেও ২০০১ সালে এটি ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত হয়।বান্দরবান পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত, রবং প্রায় ৭৫ হাজার মানুষের বসবাস। মোট ভোটার ৩৩ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৬০১ জন, নারী ভোটার ১৫ হাজার ১৪৬ জন।
বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ও প্রয়াত পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী একটানা দুই বার বান্দরবান পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।আর তাই বান্দরবানে জাতীয় নির্বাচনের আগে পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগের নিজেদের মধ্যে জনপ্রিয়তা যাচাইয়েরও এক পরিক্ষা দিতে হতে পারে বলে মনে করছেন অনেকেই। উপনির্বাচনকে কেন্দ্র করে এরি মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ হতে পাঁচজন কেন্দ্রীয় ভাবে দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেছেন বলে জানা যায়। সম্ভাব্য প্রার্থীদের আবেদন যাচাই বাছাই করে তিন জনের নামীয় তালিকা কেন্দ্রে পাঠিয়েছে বলে জানায় জেলা আওয়ামী লীগ।
কেন্দ্রে পাঠানো তালিকায় মেয়র প্রর্থীরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র ও বর্তমান ভারপ্রাপ্ত মেয়র এবং জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ দাস শেখর এবং আওয়ামী লীগের বান্দরবান পৌর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম।
তবে সকলেই জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীর কেউই কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই, কেন্দ্র যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নৌকার পক্ষে কাজ করবেন তারা।
পৌর এলাকার চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান,অফিস আদালতে মানুষের জটলায় এখন শুধু নির্বাচনের বাতাস বইছে। কাকে কেন্দ্রীয় ভাবে মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ। যাদের নাম উঠে আসছে তাদের জনপ্রিয়তা নিয়েও চলছে চুল-ছেঁড়া বিশ্লেষণ।পৌরবাসী মেয়র নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তা হলো ব্যক্তি ইমেজ। এছাড়াও ওয়ার্ড ভিত্তিক ব্যক্তি জনপ্রিয়তায় এগিয়ে আছেন কেউ কেউ।
এদিকে নির্বাচন ঘনিয়ে এলেও বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সহ আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে তেমন কোন তৎপরতা চোখে পড়েনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রাজনৈতিক নেতা বলেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী চুড়ান্ত করার পর নির্বাচনী মাঠে নামবে দলীয় কর্মী সমর্থকেরা,কেন্দ্র মনোনীত প্রার্থীর পক্ষেই সকলে ঐক্যবদ্ধ থাকার কথাও জানিয়েছেন অনেক সিনিয়র নেতা।
এদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে সাবেক চার বারের উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। তিনি স্বতন্ত্র প্রার্থী হলে ভোটের মাঠের হিসাব যেকোনো মুহূর্তে পাল্টে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। সাবেক বিএনপির সহ-সভাপতি ও সাবেক এই চেয়ারম্যানের প্রতি জনসমর্থন আছে বিএনপি ও পরিবহণ শ্রমিক সংগঠনের বিশাল একটি অংশের। পৌরসভার মোট ভোটার হচ্ছে ৩১ হাজার ৭৭৯। তার মধ্যে পুরুষ ১৭ হাজার ৪৫৬ জন এবং নারী ভোটার ১৪ হাজার ৩২৩ জন। গতবার নয় হাজার ৫৬১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন প্রয়াত মো. ইসলাম বেবী।
আগামী ১৭ জুলাই মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন এবং প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষী পদ দাস বলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পাঁচজন কেন্দ্রীয়ভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তার মধ্য থেকে সাংগঠনিক তৎপরতা, জনসম্পৃক্ততা, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং রাজনৈতিক প্রজ্ঞা বিবেচনায় জেলা আওয়ামী লীগের সভায় সর্বসম্মতিক্রমে তিন জনের নাম চুড়ান্ত করা হয়। কেন্দ্রে পাঠানো এই তিন জন থেকে দলীয় প্রার্থী ঘোষণা করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। কেন্দ্রে পাঠানো তিন জন প্রার্থী সকলেই কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

- বন্যায় ক্ষতিগ্রস্তদের গ্রাউসের আর্থিক সহায়তা প্রদান
- বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলো রেড ক্রিসেন্ট সোসাইটি
- আলীকদম রেঞ্জ অফিসের পরিত্যক্ত ঘরে আগুন
- বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা
- আলীকদম সেনা জোনের আর্থিক অনুদান প্রদান
- আলীকদমে আটককৃত গরু নিলামে বিক্রি
- বান্দরবানে সকল উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মতবিনিময়
- প্রধানমন্ত্রীকে ব্রাউন ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের বিশেষ সম্মাননা
- বাইডেনের অভ্যর্থনা ডিনারে শেখ হাসিনা
- স্বাস্থ্যসেবায় সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- স্বপ্নপূরণের দোরগোড়ায় রূপপুর
- উচ্চতর বেতন গ্রেড পাচ্ছেন চার হাজার শিক্ষক-কর্মচারী
- গুদাম থেকে বাজার পর্যন্ত তদারকির নির্দেশ
- দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে তৃণমূল বিএনপি
- পূর্বাচল প্রকল্পের ১৪৪ একর বনভূমি বন বিভাগকে হস্তান্তর করলো রাজউক
- কৃষিই হবে উন্নয়ন ও উন্নত জীবনের হাতিয়ার
- ফের উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- পিএসপির মাধ্যমেও আসবে রেমিট্যান্স
- বান্দরবানে কিশোরীদের বার্ষিক সম্মেলন
- আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউনিসেফ এর সহায়তা
- রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব
- রোয়াংছড়ি নোয়াপতং ইউপি মহিলা আওয়ামীলীগ এর সম্মেলন
- রুমায় উপজেলা আওয়ামীলীগ এর মতবিনিময় সভা
- থানচি বান্দরবান জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের সাথে মতবিনিময় সভা
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- উন্নয়ন চমকের অক্টোবর
- আগারগাঁও-মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন ২০ অক্টোবর
- পাঁচ শর্তে আসছে চার কোটি ডিম
- সর্বাত্মক প্রস্তুতি ॥ জাতীয় সংসদ নির্বাচনের
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস চলাচল শুরু
- আমরা চাই কেউ নিরক্ষর না থাকুক - ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ
- অভাবী মায়ের পাশে দাড়াল আলীকদম সেনা জোন
- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে - বীর বাহাদুর
- দেশের উন্নয়নে শেক হাসিনার বিকল্প নেই- বীর বাহাদুর উশৈসিং
- আলীকদমে যৌথ অভিযানে ৪ বার্মিজ গরু আটক
- উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা
- লামায় স্কাউটস্ এর ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
- বান্দরবানে ২ এপিবিএন এর অভিযানে গ্রেফতার ৩ জন
- বান্দরবানে সাড়ে ৭ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্থর উদ্বোধন
- বান্দরবানে এককালীন অনুদান ও মশারি বিতরণ
- আলীকদমে যৌথ অভিযানে পাচারের সময় বার্মিজ গরু আটক
- বান্দরবানে এপিবিএন এর অভিযানে ১ মাদক ব্যবসায়ি আটক
- আলীকদমে সেনাজোনে উজ্জীবিত একত্রিশ’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বের কারনে দেশ এগিয়ে যাচ্ছে - বীর বাহাদুর উশৈসিং
- লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজের ২ দিন পর মিল্ল লাশ
- বান্দরবানে অনগ্রসর নারীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ সনদ অনুদানের চেক প্রদান
- সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে প্রস্তুত সোনালী ব্যাংক, বান্দরবান অঞ্চলের সকল শাখা
- থানচি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন
- বান্দরবানে সহকারী জজ,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের অবহিতকরণ সভা
- নাইক্ষ্যংছড়িতে ১২০ লিটার চোলাই মদসহ আটক ১
