শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২৫ ১৪৩১
|| ০৬ রবিউস সানি ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩
বিজিবি মহাপরিচালক থানচি বিওপি পরিদর্শন করেছেন।সোমবার ১১ সেপ্টেম্বর বিকেলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান দোপানীছড়া বিওপি পরিদর্শন শেষে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি ) এর অধিনস্ত থানচি বিওপিতে পরিদর্শনে যান।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কেএম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল এএমএম খায়রুল কবির, কর্নেল মোঃ মাহমুদুর রহমান, লেঃ কর্নেল তৌহিদুল, লেঃ কর্নেল এএম জাহিদ পারভেজ, ক্যাপ্টেন মিরাজ ম, ই আমিন, লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ।
পরিদর্শন কালীন সময়ে কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, বান্দরবান সেক্টর কমান্ডার, কর্ণেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা , ৩৮বিজিবি এর অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ খন্দকার মোহাম্মদ শরিফ- উল-আলম,কক্সবাজার রিজিয়ন এফআইজি গ্রুপ কমান্ডার, লেঃ কর্নেল এএম মাহবুবুল আলম খাঁন উপস্থিত ছিলেন।
উক্ত পরিদর্শন শেষে মহাপরিচালক ঢাকার উদ্দেশ্য প্রত্যাগমন করেন।এসময় বিওপির হাজির সৈনিকদের সাথে কুশল বিনিময় করেন, সততা, নিষ্ঠার সাথে দায়িত্বপালনের নির্দেশনা প্রদান করেন।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়