বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ৬ ১৪৩০
|| ০৫ রবিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউপির দূর্নিবার পাড়ায় ২৬ ইসিবির তত্ত্বাবধানে পরিচালিত বুলডোজার এবং এস্কেভেটরের ড্রাইভার ও তার সহযোগী ৬ জন কে জিম্মি করে নগদ টাকা আদায় এবং তাদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ।
স্থানীয় সুত্রে জানাযায় বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে বান্দরবান জেলাধীন রোয়াংছড়ি উপজেলার সদর ইউপির ৯নং ওয়ার্ড দূর্নিবার পাড়ায় ১২/১৫ জনের কেএনএফ এর একটি সশস্ত্র দল অবস্থান গ্রহণ করে পরবর্তীতে সশস্ত্র দলটি (২৬ ইসিবি) রুমার তত্ত্বাবধানে পরিচালিত একটি বুলডোজার এবং একটি এস্কেভেটরের ড্রাইভার কে সামনে অগ্রসর হতে বাঁধা প্রদান করে এবং একই সাথে ড্রাইভার এবং সহযোগী ৬ জনের নিকট হইতে নগদ ৩০ হাজার টাকা এবং ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানান ভুক্তভোগী মাসুদ রানা, শামীম,আলী অজম,ইলিয়াস, পারভেজ, সোহান।
উল্লেখ্য বুলডোজার এবং স্কেভেটরটি সাম্প্রতিক রোয়াংছড়ি উপজেলায় বন্যায় রোয়াংছড়ি টু রুমা রোডের বিভিন্ন জায়গায় পাহাড় ধ্বসে পড়া মাটি সরানোর কাজ করছিলো।
অভিযোগ আছে কেএনএফ সশস্ত্র দলটি প্রায় সময় উপজেলার বিভিন্ন বম পাড়া ও তার আশপাশের এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারের মাধ্যমে চাঁদা উত্তোলন শ্রমিক অপহরণ দৈনন্দিন খাবার সংগ্রহ সহ অবৈধ কর্মকান্ড পরিচালনা করে আসছে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়