শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২৫ ১৪৩১
|| ০৬ রবিউস সানি ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩
বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলার সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ সেপ্টেম্বর বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে রাজার মাঠ সংলগ্ন অমল কান্তি ভবনে জেলার ৭টি উপজেলা ও ৩৪ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যা শৈহ্লা, সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদক ও নির্বাচিত জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী কে বিজয়ী করার লক্ষ্যে করণীয় ও যে সকল স্থানীয় নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় রয়েছে তাদেরকে সক্রিয় করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণ বিষয়ক ব্যাপক আলোচনা হয় মতবিনিময় সভায়।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়