মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩
আলীকদম উপজেলায় ৩১ বীর আলীকদম সেনা জোন কর্তৃক বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার আবেদনের প্রেক্ষিতে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০শে সেপ্টেম্বর দুপুরে ৩১ বীর আলীকদম জোনের আওতাধীন জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান পিএসসি (অধিনায়ক ৩১বীর)এর নেতৃত্বে পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোন (৩১বীর)এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় মানুষের আবেদনের প্রেক্ষিতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেজর মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি (উপ-অধীনায়ক ৩১ বীর) ও মেজর আজিজুল হাকিম প্রিন্স (জোনাল স্টাফ অফিসার ৩১ বীর)।
এ সময় ১টি মসজিদ,৩ টি মাদ্রাসা, ১টি স্কুলের শিক্ষক এবং কয়েকজন কর্মচারীদের আর্থিক অনুদান সহ আরো ১১ টি মাদ্রাসা ও ৪ টি এতিমখানা,১ টি উপজাতী মুসলিম কল্যাণ সংস্থা,১টি মুরং কমপ্লেক্স সহ অন্যান্য অসহায় পরিবারের মাঝে সর্বমোটঃ ২,৫৪,৭২৯/- (দুই লক্ষ চুয়ান্ন হাজার সাত শত উনতিরিশ) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়