মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ২০শে সেপ্টেম্বর সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বিএ-৬৬৮৭ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া এমফিল অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতিত্বে বান্দরবান সেনানিবাস্থ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে স্টল পরিদর্শন করেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেঃ জেনাঃ গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএ-৬০৫৪ লেফটেন্যান্ট কর্নেল মকিম উদ্দিন পিএস সি, ডেট কমান্ডার এ এস ইউ বান্দরবান, বিএ-৮৪২২ মেজর মোঃ আরিফুল ইসলাম ডিকিউ ৬৯ পদাতিক ব্রিগেড, মোঃ আতিকুর রহমান ভাইস প্রিন্সিপাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি, আমিনুল ইসলাম বাচ্ছু, সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র ছাত্রী বৃন্দ।
এ সময় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যায়নরত নার্সারি থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ৯৫ টি উদ্ভাবনী স্টল প্রদর্শনীতে অংশ নেয়।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের সঠিকভাবে লেখাপড়া করা, জ্ঞান-বিজ্ঞান চর্চা,বয়স্কদের শ্রদ্ধা, নতুন নতুন উদ্বোধনী কৌশল রপ্ত করার নির্দেশনা প্রদান করেন। পরিশেষে বর্ণিত বিজ্ঞান মেলায় উদ্ভাবনী স্টল প্রদর্শনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়