শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২৫ ১৪৩১
|| ০৬ রবিউস সানি ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩
বান্দরবানের লামা উপজেলায় ১৩ বছরের রোহিঙ্গা শিশুর হাতে শিশু ৫ বছরের কন্যা শিশু নিহত হয়েছে।উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার বাশঁখালী ঝিরী মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। বাশঁখালী পাড়ার নবী হোসেনরে ছেলে মো. হেলাল (১৩) এর দায়ের কোপে একই এলাকার মো. ইদ্রিসের মেয়ে শিশু সাদিয়া মনি (৫) নিহত হয়।
এলাকাবাসীর সূত্রে জানাযায় বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর) সকাল ৮টার সময়ে উভয়ে বাড়ি পাশে খেলতে যায়। খেলাচ্ছলের এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মো. হেলাল দা’দিয়ে কোঁপ দিলে ঘটনাস্থলে মারা যায় সাদিয়া মনি স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে হেলালকে আটক করে।
লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধী মোঃ হেলাল (১৩) ভিকটিম সাদিয়া মনি (৬) এবং আটককৃত শিশু অপরাধীর বোন রিয়া মনি (৩) সহ বাড়ির পাশে খেলাধুলা করার সময় শিশু অপরাধী ভিকটিম সাদিয়া মনিকে নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ে গিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। শিশু অপরাধী হেলাল পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর মর্গে প্রেরণ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন তদন্ত অব্যাহত রয়েছে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়