মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩
বান্দরবান রিজিয়ন কর্তৃক বান্দরবান পৌরসভার বৌদ্ধ অনাথালায়ের এতিম ছাত্র- ছাত্রীদের মধ্যে রান্না করা খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচি পালন করেছে বান্দরবান সেনা রিজিয়ন।
শনিবার ২৩শে সেপ্টেম্বর দুপুরে বান্দরবান রিজিয়ন এর অর্থায়নে বান্দরবান পৌরসভাধীন ২নং ওয়ার্ডের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন বান্দরবান বৌদ্ধ অনাথালায়ের ২৫০ জন এতিম ছাত্র- ছাত্রীদের মধ্যে ২৫০ প্যাকেট রান্না খাদ্য সামগ্রী বিতরন করেম রিজিয়ন কমান্ডার ব্রিগেঃ জেনাঃ গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি।
এছাড়া বর্ণিত বৌদ্ধ অনাথালয়ের উন্নয়নমূলক কাজের জন্য নগদ ৫০,০০০ (পঞ্চাশ) হাজার টাকা প্রদান করা হয়।এসময় শিশুরা নাচ,গান প্রদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কর্ণেল মকিম উদ্দিন পিএসসি, ডেট কমান্ডার এএস ইউ বান্দর বান,জিএসও২ মেজর মোঃ শায়েখ উজ জামান,জিএসও৩, ক্যাপ্টেন আব্দুল মান্নান সহ বান্দরবান রিজিয়ন ও অত্র বৌদ্ধ আনাথালায়ের ছাত্র-ছাত্রী, ধর্মীয় গুরুগণ।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়