মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩
বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির প্রায় ১৭ ঘণ্টা পর লংরে খুমি (২১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানচি ফায়ার সার্ভিসের সদস্যরা। এই ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।লংরে খুমি থানচির রেমাক্রি ইউপির অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমির মেয়ে।
স্থানীয় সুত্রে জানায়, বুধবার (২৫ অক্টবর) সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন বাজার করতে নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন। বিকালে বাড়ি ফেরার পথে রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদা ম্রো পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ পাথরের সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। আজ থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে লংরে খুমির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকাডুবিতে ৩ জন নিখোঁজের ঘটনায় এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই জনের মরদেহ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনের অভিযান চলমান রয়েছে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়