মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩
। বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডাকবাংলো এলাকার বান্দরবান টু রাঙামাটি সড়কে ব্রিজ নির্মানের শ্রমিকদের জেএসএস (সন্তু) সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গত ৫ই নভেম্বর আনুমানিক বিকেল ৫ টায় কুহালং ইউনিয়নের ডাকবাংলো এলাকার বান্দরবান টু রাঙামাটি সড়কে নির্মাণাধীন ব্রিজের কাজে রাজভিলা এলাকা হতে ৪টি মোটরসাইকেল যোগে ১০জন জেএসএস (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীরা এসে কাজে বাঁধা প্রদান করে।
এবং শ্রমিকদের'কে অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে নির্মান কাজ সম্পূর্ণ বন্ধ রাখার জন্য হুমকি প্রদান করে ও ঠিকাদারকে অতি শীঘ্রই দেখা করার নির্দেশ প্রদান করে।উল্লেখ্য ব্রিজ নির্মানের ঠিকাদার হতে জেএসএস (সন্তু) বিশ লাখ টাকা চাঁদা দাবি করে তারমধ্যে ঠিকাদার পাঁচ লক্ষ টাকা চাঁদা দিয়েছে বলেও জানা যায়।কাজের বিল পেলে বাকী টাকা দেওয়া হবে বলে ঠিকাদার তার জবানবন্দি দেয় বলে জনা যায়।
কিন্তু জেএসএস (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা আদায়ে বিলম্ব করতে ইচ্ছুক না।সশস্র সন্ত্রাসীরা চাঁদার সম্পূর্ণ টাকা প্রদান করে কাজ আরম্ভ করার জন্য নির্দেশ প্রদান করে। অন্যদিকে বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোসলেহ উদ্দিন ৭ই নভেম্বর ব্রিজের ডালাই কাজ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে গত ৭ নভেম্বর ডুলুপাড়া আর্মি ক্যাম্প হতে একটি পেট্রোল টিম নির্মাণাধীন ব্রিজের শ্রমিকদের নিরাপত্তা দিয়ে ঢালাই কাজ সম্পূর্ণ করতে সহায়তা করে। তারপর থেকে অদ্যাবধি চলমান কাজ বন্ধ রয়েছে।
এদিকে আগামী ১৯শে নভেম্বর পুনরায় ব্রিজ নির্মান কাজ চালু করা হবে বলে জানা যায় সংশ্লিষ্ট সুত্রে।এদিকে চাঁদার টাকা ঠিকা ভাবে না দেয়ার প্রেক্ষিতে যে কোন সময় নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারী অপহরণের স্বীকার হতে পারে বলে ধারনা করছেন নির্মাণ সংশ্লিষ্টরা।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়