মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩
জাতীয় সংসদের ৩০০ নং আসন বান্দরবানে সপ্তম বারের মত নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বান্দরবানের ৬ বারের নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি।
রবিবার ১৯শে নভেম্বর দুপুর ২ টায় আ'লীগের দলীয় প্রার্থী হিসাবে বীর বাহাদুর উশৈসিং এমপি এর পক্ষে দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম সহ বান্দরবান জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য এর আগে শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকাস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামীলীগের দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ।
এ বিষয়ে তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং বান্দরবান আসন থেকে আ'লীগের দলীয় একক প্রার্থী হিসাবে নির্বাচন করবেন ছয় বারের নির্বাচিত এমপি বীর বাহাদুর উশৈসিং এমপি।বীর বাহাদুরের পক্ষ আমি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করি এবং তা আজ জমা প্রদান করা হলো।
এদিকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে বান্দরবান জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এসব বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়