মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||
অগ্রহায়ণ ১৩ ১৪৩০
|| ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩
বর্তমান সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশের মত বান্দরবানেও চলছে বিএনপি-জামায়াত সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ৪৮ ঘণ্টার হরতাল। তবে হরতালের প্রভাব পড়েনি সাধারণ জনজীবনে,জেলায় অনেকটাই ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে হরতাল,হরতালের সমর্থনে কোথাও পিকেটিং করতেও নজরে পড়েনি।
রবিবার ১৯শে নভেম্বর ভোর থেকে শুরু হওয়া হরতালের কারণে বান্দরবান বাসস্টেশন থেকে দূরপাল্লার কোন যাত্রীবাহী বাস ছেড়ে যায় নি। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি থেকে কোন যাত্রীবাহি বাস বান্দরবানে প্রবেশ করতে দেখা যায়নি। হরতালের কারণে সকল বাস কাউন্টার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
হরতালের কারণে দুরপাল্লার বাস বন্ধ থাকলেও থ্রি-হুইলারে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে বাড়তি ভাড়া গুনতে হয়েছে সাধারণ যাত্রীদের।দুরপাল্লার বাস সার্ভিস বন্ধ থাকলেও পৌর এলাকার বিভিন্ন সড়কে ইজিবাইক, মোটর সাইকেল ও বিভিন্ন কোম্পানীর মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
জেলা সদরে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়ন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিতে দেখা গেছে পুলিশ, র্যাব ও বিজিবির টহল দল।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়