সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৪ ১৪৩১
|| ০৪ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৫ জুলাই ২০২৪
জেলার যে কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেনাবাহিনী অসহায়দের পাশে থেকে মানবিক কর্মকান্ড পরিচালনা করে যায়, এরই ধারাবাহিকতায় বান্দরবানে সেনা রিজিয়ন কর্তৃক গরীব ও অসহায়দের খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বান্দরবান রিজিয়ন ৫ ইবি প্রশিক্ষন শেডে,৬৯ পদাতিক ব্রিগেড এর জিএসও-২ মেজর শায়েখ উজ জামান, এর নেতৃত্বে ৩০৮ জন গরিব ও অসহায় দুঃস্থদের মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষিতে শুকনো খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা ।
এসময় আরো উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড এর জিএসও-৩ ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান সহ সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা বৃন্দ এবং সুবিধাভোগী জনসাধারন।
এসময় প্রত্যেককে ২ কেজি করে চিড়া, ৫০০ গ্রাম খেজুর,৩ প্যাকেট বিস্কিট, ২ লিটার পানি, নুডলস ৩ প্যাকেট, ওর স্যালাইন ৪ টি, গুড় ১কেজি,করে প্রদান করা হয়।
এসময় সেনাবাহিনীর পক্ষ হতে আগামীতেও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়