সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৪ ১৪৩১
|| ০৪ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২ আগস্ট ২০২৪
বান্দরবানে টানা ৯০ ঘন্টার বৃষ্টিপাতের কারনে জনসাধারণের স্বাভাবিক জীবনযাপনে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে । বৃষ্টিপাতের কারনে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে।এছাড়া জেলা সদরের নিকটবর্তী সাঙ্গু নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় জনসাধারণ অনেকটা উৎকন্ঠার মাঝে দিন কাটাচ্ছে। এদিকে বৃষ্টিপাতের কারনে গতকাল জেলার নীলগিরি এলাকায় রাস্তা ভেঙে গিয়ে যাল চলাচল বন্ধ থাকলেও সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস এর সহযোগীতায় ৪ ঘন্টা পর যানবাহন চলাচলে স্বাভাবিকতা ফিরে আশে। গতকাল থেকে বৃষ্টিপাতের কারনে আলীকদম উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।স্থানীয় জনসাধারণের দেয়া তথ্য মতে গত কয়েকদিনের অতি বৃষ্টির কারণে আলীকদম মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পেয়েছে, আলীকদম- লামা- চকরিয়া সড়কের রেপারপাড়া, শিলেরতুয়া ও লাইনঝিরির ৩টি স্থানে সড়কে পানি উঠার কারণে আলীকদম টু চকরিয়া,ও আলীকদম টু বান্দরবানে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে আজ সকালে নদীতে ভাটা হওয়ায় রাস্তা থেকে পানি নামতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে লামা ও থানচি উপজেলায় বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।পাহাড়ের পাদদেশে বসবাসকারী স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে নিতে কাজ করছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।
এদিকে প্রতিকূল পরিস্থিতি মুকাবিলায় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন,জেলা সদর সহ উপজেলা গুলোতে মোট ২১৪ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে,এরই মধ্যে লামা উপজেলায় ৫০ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান গ্রহণ করেছে।এ বিষয়ে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগনকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে উদ্ভুত সকল পরিস্থিতি মোকাবিলায় বান্দরবান পৌরসভার ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশনা দিয়েছেন বলে নিশ্চিত করেন পৌর মেয়র মোঃ শামসুল ইসলাম।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ দিদারুল আলম জানান জেলা প্রশাসকের নির্দেশে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বলেন আজ সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৬৪ মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকাল যা ছিলো ১০৪ মিঃমিঃ।তিনি জানান বৃষ্টিপাতে পাহাড় ধসের আশংকা ও জেলা ও উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে।আজ রিপোর্ট লিখা পর্যন্ত সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত আছে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়