সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৪ ১৪৩১
|| ০৪ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪
সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জোয়ারে একে একে পরিবর্তনের দাবী উঠেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের। বান্দরবানে সচেতন নাগরিক সমাজের ব্যানারে সোমবার (১২ আগস্ট) সকালে জেলা পরিষদের মূল ফটকে অবস্থান ধর্মঘট পালন করে সচেতন নাগরিক সমাজ।এসময় আন্দোলনকরীরা জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা মারমা এর পদত্যাগ সহ সকল জেলা পরিষদের সদস্যদের অপসারণের দাবী করে অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ ঘঠনের দাবী জানান। এসময় আন্দোলনকারীর জেলা পরিষদের দাপ্তরিক কাজকর্ম বন্ধ করে সকলকে কর্মবিরতিতে যেতে বলে।
এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ আন্দোলনকারীদের বলেন আমরা আপনাদের প্রতিপক্ষ না, আমরা আমাদের দাপ্তরিক কাজকর্ম পরিচালনা করবো আপনারা আপনাদের যৌক্তিক দাবী নিয়ে আন্দোলন করবেন বিষয়টি সরকারের কাছে উপস্থাপন করবো তারা সিদ্ধান্ত নিবেন।
এদিকে এ বিষয়ে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান জানান আন্দোলনকারীদের অবস্থান ধর্মঘট পালনের কারনে আমরা সরকারি দাপ্তরিক কাজকর্ম করতে পারিনি এখন জেলা পরিষদের সকল কর্মকর্তা হোটেল হলিডে ইন এ অবস্থান করছি,পরবর্তীতে কি হবে এখনো বলতে পরিনা। আন্দোলনের বিষয়ে নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজি মজিবুর রহমান বলেন আমাদের একটাই দাবী দুর্নীতিবাজ জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা এর পদত্যাগ,তিনি আরো বলেন নতুন অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুর্নগঠন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়