সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৪ ১৪৩১
|| ০৪ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪
সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলায় দুষ্কৃতকারীদের হামলার ঘটনা ঘটেছে থানা ও পুলিশ ফাঁড়িতে এতে হতাহতের ঘটনাও ঘটে।পরবর্তীতে পুলিশের উপর হামলার ঘটনায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের বিচারের প্রতিবাদে ও পুলিশের অভ্যন্তরীন বিভিন্ন দাবিদাওয়া আদায়ে অন্দোলন করে কর্মবিরতিতে যায় সাধারণ পুলিশ সদস্যরা।
এদিকে জেলায় পুলিশ সদস্যরা কর্মবিরতিতে যাওয়ার কারনে অনেকটা ভেঙ্গে পড়েছিলো স্বাভাবিক আইনশৃঙ্খলা ব্যবস্থা।স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে অনেকটা অনিরাপদ বোধ করে থানায় আশা বিচার প্রার্থী সাধারণ নাগরিক। এছাড়া জেলায় ট্রাফিক নিয়ন্ত্রণেও ট্রাফিক পুলিশ না থাকায় ভোগান্তিতে পরে সাধারণ মানুষ।
সোমবার (১২ আগস্ট) সকালে বান্দরবান সদর থানা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার সৈকত শাহীন এসময় তিনি বলেন বিদ্যমান পরিস্থিতির কারনে বান্দরবান জেলার ৭ টি উপজেলায় থনার কার্যক্রম সীমিত ভাবে পরিচালনা করা হয়েছে।
পুলিশ সুপার বলল গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি সহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঢাকার রাজার বাগ পুলিশ লাইনস এ সাধারণ পুলিশ সদস্যদের সাথে কথা বলেছেন তাদের দাবীদাওয়ার বিষয়ে সমাধানে আস্বস্থ করেছেন এরই প্রেক্ষিতে আজকে থেকে বান্দরবান জেলার ৭ উপজেলা থানার কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। তিনি বলেন জনগন আমাদের ভালোবাসে বিশ্বাস করে সেই প্রমান আমরা পেয়েছি, আমরা জনগনকে সেবা দিয়ে যাবো এবং জনগনের বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখবো।
এদিকে আজ থেকে পুনরায় জেলার ট্রাফিক ব্যাবস্থার নিয়ন্ত্রণে কাজ করছেন ট্রাফিক সদস্য বৃন্দ,প্রসঙ্গত গত ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে সরকার পতনের পর হতে গত ১১ ই আগস্ট পর্যন্ত জেলায় ট্রাফিক ব্যাবস্থার নিয়ন্ত্রণ করেছেন সাধারণ শিক্ষার্থী সহ আনছার ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা। এদিকে আজ হতে থানারর কার্যক্রম শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়