সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৪ ১৪৩১
|| ০৪ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪
বিগত আওয়ামী সরকারের আমলে নির্বাচিত বান্দরবানের দুই উপজেলার পৌরসভা মেয়রদের অপসারণের প্রজ্ঞাপন দিয়েছে স্থানীয় সরকার।
রবিবার (১৮ আগষ্ট) স্থানীয় সরকার উপ-সচিব মো: মাহবুব আলম এক স্বাক্ষরিত মাধ্যমে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের বলা হয়,স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভা মেয়রপক্ষে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।
প্রজ্ঞাপন জারির পর বান্দরবানে ১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত বান্দরবান ও লামা উপজেলার এই দুটি পৌরসভার মেয়র বান্দরবান পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল উদ্দিন কে পৌর মেয়রর পদ হতে অপসারণ করা হয়েছে। প্রসঙ্গত বান্দরবান পৌরসভার মেয়র মোঃ শামসুল ইসলাম ২০২৩ সালের ১৯ জুন উপ- নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন।
অপরদিকে ২০২১ সালের ১৬ই জানুয়ারি লামা উপজেলা পৌরসভা উপনির্বাচনে মো. জহিরুল ইসলাম মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন।
এ বিষয়ে জেলা প্রশাসক শাহ মোহাজিদ উদ্দিন বলেন, আমরা পুরো জেলায় মেয়র অপসারণের একটা গেজেট পেয়েছি । তবে প্রশাসনের পক্ষ থেকে কাকে নিয়োগ দেয়া হবে সে ব্যাপারে এখনো নির্দেশনা আসেনি। যদি নির্দেশনা আসে জানানো হবে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়