সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৪ ১৪৩১
|| ০৪ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর/জলাশয়ে পোনা মাছ বিতরণ ও অবমুক্তকরণ করা হয়েছে। ২২ আগষ্ট (বৃহস্পতিবার ) দুপুর ১২.৩০ টায় উপজেলা পরিষদ পুকুর পাড়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর/জলাশয়ে পোনা মাছ বিতরণ ও অবমুক্তকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষীদের মাছের পোনা বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, কৃষি কর্মকর্তা ইনামুল হক, বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রমূখ। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস সাংবাদিকদের জানান- রাজস্ব খাতে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৮০ কেজি বিভিন্ন জাতের মৎস্যপোনা ৯.৩৫ হেক্টর আয়তনের ২৪ টা বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুর বা জলাশয়ে বিতরন করা হয়েছে।এ সময় সরকারী -বেসরকারী দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়