সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৪ ১৪৩১
|| ০৪ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪
বান্দরবানে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংগঠন কেএনএফ অস্থিরতার কারনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় পর্যটন নগরীটিতে পর্যটকের আনাগোনা একেবারেই সীমিত ছিলো।
সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারনে সারাদেশের ন্যায় বান্দরবানেও এর প্রভাব পড়েছে। এছাড়া বর্তমানে অতিবৃষ্টির কারনে বিদ্যমান বন্যায় যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় পর্যটন শিল্পেও ব্যাপক হারে ক্ষতি সাধিত হয়েছে এতে পর্যটন নির্ভর বান্দরবানের পর্যটন শিল্পে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ আগস্ট) সকালে বান্দরবান সেনা জোনের হল রুমে বান্দরবান সেনা জোনের উদ্যোগে পর্যটন শীল্পের সাথে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবিক সহায়তা প্রদান করা হয়। বান্দরবান জোন, বান্দরবান জেলা প্রশাসক ও বান্দরবান পৌরসভার সম্মিলিত প্রচেষ্টায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৪৮ জনের মাঝে ২০ কেজি করে ৯ মেঃটঃ চাল মানবিক সহায়তা প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি। প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি বলেন, সম্প্রীতির এই বান্দরবানে কেএনএফ আঞ্চলিক সশস্ত্র সংগঠন কিছুটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেও তা শক্ত হাতে দমনের সর্বোচ্চ চেষ্টা করছে সেনাবাহিনী। পাশাপাশি পর্যটন নির্ভর এই বান্দরবানের ভুক্তভোগী জনসাধারণের কথা বিবেচনা করে তাদের পাশে থেকে দুঃখকে ভাগাভাগি করে নেওয়াটাও আমাদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য।
তারই ধারাবাহিকতায় সেনাবাহিনী, জেলা প্রশাসন ও বান্দরবান পৌরসভার যৌথ এই প্রয়াস। তিনি বলেন সেনাবাহিনী সর্বদা সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান,জিএসও-৩,৬৯ পদাতিক ব্রিগেড,ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়