সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||
ভাদ্র ২৪ ১৪৩১
|| ০৪ রবিউল আউয়াল ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকূল পাহাড় পাড়া থেকে সার বোঝাই একটি ডাম্প ট্রাক আটক করতে সক্ষম হয়েছে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের তুমব্রু বিওপির সদস্যরা।
বুধবার (২৮আগস্ট) অনুমান সন্ধ্যা ৭টার দিকে ইউপির ১ নম্বর ওয়ার্ডস্থ তুমব্রু পাহাড় পাড়ায় নির্মিতব্য ট্রানজিট সেন্টার সংলগ্ন রোস্তম আলীর দোকানের সামনে থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার ভর্তি ডাম্প ট্রাকটি আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা গাড়িতে, টি এস পি ও ইউরিয়া সার ছিল। সারগুলো ইউপি’র ৩ নম্বর ওয়ার্ডস্থ বাইশফাঁড়ী বাজারের সাব ডিলার সাইদী আলমের।
সাইদী আলমে কাছে জানতে চাইলে তিনি বলেন, নাইক্ষ্যংছড়ির কৃষি অফিস থেকে সারগুলো বরাদ্দ ছিল।
তিনি আরো বলেন, বরাদ্দকৃত সার ইউনিয়নের বিসিআই ডিলার থেকে নিতে হয়। বিসিআই ডিলারে যোগাযোগ করে সার না থাকাতে ভিন্ন উপজেলা (উখিয়া) থেকে বরাদ্দের কাগজ দেখিয়ে আনাতে সারগুলো জব্দ করে ফেলেন বিজিবি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল উদ্দিন’র (ঘুমধম ইউপির ১,২,৩ দায়িত্বপ্রাপ্ত) কাছে জানতে চাইলে তিনি বলেন, ওয়ার্ড ভিত্তিক উপজেলা কৃষি অফিস থেকে বরাদ্দ দেওয়া হয়। এবং বরাদ্দকৃত সার ইউনিয়নের অনুমোদিত বিসিআই ডিলার থেকে নিতে হয়।
তিনি আরো বলেন, যদি কেউ নিয়মবহির্ভূত অন্য উপজেলা থেকে নিয়ে থাকেন তাহলে সেটা ভিন্ন ব্যাপার। যা অবৈধ বলে গণ্য হবে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়