শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২৫ ১৪৩১
|| ০৬ রবিউস সানি ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪
বান্দরবানের রুমায় জেলা প্রশাসকের আগমন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ের উপর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ সেপ্টেম্বর ) সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা প্রশাসক মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন।
সভায় তিনি বলেন, অনিয়ম ও দূর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না এবং দূর্নীতির বিরুদ্ধে সকল দায়িত্বশীল ব্যক্তিদের কঠোর অবস্থানে থাকতে হবে। প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদেরকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করে পড়াশোনা জোরদার করতে হবে। এসময় শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিত থাকতে হবে। এছাড়াও শিক্ষা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনা প্রদান করেন তিনি। মত বিনিময় সভা শেষে দু:স্হ মহিলাদের ঢেউটিন ও গৃহমজুরী নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পরে দর্শানার্থীদের জন্য দৃশ্যপট অবলোকন স্হান শুভ উদ্বোধন করেন।
সভা শেষে তিনি রুমা থানা, সরকারী উচ্চ বিদ্যালয়, বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে পরিদর্শন করেন।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়