শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২৫ ১৪৩১
|| ০৬ রবিউস সানি ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪
বিশ্ব মানবতার মুক্তির দূত,দো-জাহানের বাদশা,রহমাতুল্লিল আলামিন হযরত মোহাম্মদ (সা.) এ ধরায় আগমনে সকল কুসংস্কারের অন্ধকার দূর হয়েছিলো।
এরই ধারাবাহিকতায় এই দিনটি শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয়,আল্লাহর সৃষ্টিজগতের সকল কিছুর জন্য রহমত। ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সোমবার ১৬ই সেপ্টেম্বর সকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান পার্বত্যজেলার আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) বের হয়ে নাতে রাসুল(দ.), তাকবির(স্লোগান) এর মাধ্যমে বান্দরবানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভাস্থ খানকাহ-এ কাদেরিয়ার তৈয়বিয়া অডিটোরিয়ামে এসে সমাপ্ত হয়।এতে অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণ।
এদিকে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম শিক্ষার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন মিলাদুন্নবী উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বানি সকলের নিকট উপস্থাপন করে।
আলোচনা সভায় তিনি বলেন মহান আল্লাহ্তালা সমগ্র বিশ্বজগতের মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন।উনার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে তা আমরা মেনে চলতে পারলে সমাজের নানাবিধ সমস্যা দুর হয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক জাহিদ ইকবাল,অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম,উপজেলা নির্বাহী কর্মকর্তা,উম্মে হাবীবা মিরা সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা বৃন্দ এবং জেলার বিভিন্ন বিভিন্ন মসজিদের ঈমাম ও খতিব বৃন্দ অংশগ্রহণ করেন।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়