শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২৫ ১৪৩১
|| ০৬ রবিউস সানি ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা।শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পাহাড়ি ছাত্র সমাজের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্থানীয় রাজার মাঠে এসে জড়ো হয় পাহাড়ি শিক্ষার্থীরা।
পরে সেখান থেকে শতাধিক পাহাড়ি শিক্ষার্থী বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। সমাবেশে মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংশৈসিং মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিটন তঞ্চঙ্গ্যা, টনায়া ম্রো, জন ত্রিপুরা, মাখাই মারমা, অনন্ত প্রমুখ। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙ্গালীরা মিলেমিশে থাকতে চাই। কিন্তু বাঙালি হত্যার অভিযোগে পাহাড়িদের দোকান-ঘরবাড়িতে অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।কেন পাহাড়িদের ওপরে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন আমাদেরও স্বাধীনভাবে বাচার অধিকার রয়েছে। কিন্তু একটি মহল সাম্প্রদায়িক হামলা চালিয়ে যাচ্ছে। যদি এই সাম্প্রদায়িক হামলা বন্ধ করা না হয় তাহলে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।
প্রয়োজনে আমরা ঢাকার উদ্দেশ্যে লংমার্চ করবো,পাহাড়ি বাঙালি বিভেদ তৈরি করে পার্বত্য চট্টগ্রামে নীলনকশা বাস্তবায়নের ষড়যন্ত্র কখনোই সফল হবেনা।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়