শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২৫ ১৪৩১
|| ০৬ রবিউস সানি ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪
বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে এক সাক্ষাৎকারে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন বান্দরবানে মোট ৭৪ টি পর্যটন স্পট আছে। পর্যটনের জন্য এই জেলা খুবই গুরুত্বপূর্ণ, তিনি জানান জেলার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র নীলাচল,মেঘলা,চিম্বুক এবং প্রান্তিক লেক আরো আধুনিকায়ন করা হয়েছে এবং শিশুদের জন্য কিডস জোন সংযোজন করা হয়েছে।
জেলায় আগত পর্যটকদের স্বাগত জানিয়ে শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন বান্দরবানের সৌন্দর্য উপভোগ করতে হাতে সময় নিয়ে আসতে হবে,খুব গহীনে না গিয়েও আশেপাশের পর্যটন স্পট গুলো দেখতে কয়েক দিন সময় লাগবে।তিনি জানান পর্যটকদের সুবিধা আরো বৃদ্ধির জন্য হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথেও কাজ করছে জেলা প্রশাসন এছাড়া পূর্বের চেয়ে পর্যটকদের নিরাপত্তা প্রদানের সকল ব্যাবস্থাও গ্রহণ করেছে সংশ্লিষ্টরা।
এদিকে "পর্যটন শান্তির সোপান" এবারের বিশ্ব পর্যটন দিবসে এই প্রতিপাদ্যের আলোকে বান্দরবানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে র্যালী অনুষ্ঠিত হয়ে জেলা শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।র্যালীতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালী পরবর্তী জেলা প্রশাসক কনফারেন্স রুমে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় জেলার পর্যটন শীল্পের বিকাশে নানা উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন এবং বাস্তবায়িত প্রকল্প সমূহের ব্যাপারে সকলের কাছে তুলে ধরেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় তিনি বলেন পাহাড় অক্ষত রেখে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে ব্যাবসায়িদের ইকো ট্যুরিজমের দিকে নজর দিতে,এছাড়া জেলার বিভিন্ন উপজেলার দুর্গম পর্যটন স্পট কেন্দ্রীক কমিউনিটি ট্যুরিজম গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, সহকারী পুলিশ সুপার, হোসাইন মোঃ জাহেদী,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আসিফ রায়হান,প্রেস ক্লাবের সভাপতি, আমিনুল ইসলাম বাচ্চু,জেলা পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক,মোঃ সোহেল সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,প্রতিনিধি বৃন্দ।এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা শহরের কয়েকটি আবাসিক হোটেল ও মোটেলে আগত পর্যটকদের জন্য ৩০ থেকে ৪০% পর্যন্ত ছাড়ের ব্যাবস্থা রাখা হয়েছে।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়