১০ এপ্রিল থেকে ১৩ মে বান্দরবানে কোচিং সেন্টার বন্ধ রাখার আদেশ

সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত করার উদ্দেশ্যে বান্দরবানে ১০ এপ্রিল থেকে ১৩ মে সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার আদেশ দিয়েছেন জেলা প্রশাসন।
আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গন বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর ১৯ মার্চ ২০২৫ তারিখের স্মারকমূলে জারিকৃত পরিপত্রের প্রেক্ষিতে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১০ এপ্রিল, ২০২৫ তারিখ হতে ১৩ মে, ২০২৫ তারিখ পর্যন্ত সমগ্র বান্দরবানের সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ করা হলো। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিটিতে।