শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||
আশ্বিন ২৫ ১৪৩১
|| ০৬ রবিউস সানি ১৪৪৬
দৈনিক বান্দরবান
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪
আগামী ১১-১৩ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ভারতের ভিসা নিয়ে শঙ্কায় ছিলেন বাংলাদেশের অ্যাথলেটরা। তবে তাদের জন্য খুশির সংবাদ, আজ ২১ সদস্যের দলের সবাই ভারতীয় ভিসা পেয়েছেন। আগামী ৯ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন অ্যাথলেটরা।দলের কোচ ফৌজিয়া হুদা জুই বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ দলের ১৫ জন অ্যাথলেট বিকেএসপির ও ১ জন নৌবাহিনীর।
এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে ছেলেদের বিভাগে ৮০০ মিটার, ১৫০০ মিটার ও ৪ x ১০০ মিটার রিলেতে অংশ নেবেন আসলাম শিকদার। বোরহান উদ্দিন শেখ, কবির হোসেন, আবদুল্লাহ আল সবুর, হাফিজুর রহমান, মাসুফ মোস্তফা, শিপন মিয়া অংশ নেবেন ৪ x ১০০ মিটার রিলেতে। আলী আকবর শটপুটে, তামিম হোসেন ট্রিপল জাম্প ও ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে অংশ নেবেন।
মেয়েদের বিভাগে আজমি খাতুন ৪০০ মিটার, ৪ x ১০০ মিটার রিলে ও ৪ x ৪০০ মিটার রিলেতে অংশ নেবেন। ময়না খানম ১০০ মিটার, ৪ x ১০০ মিটার রিলে ও ৪ x ৪০০ মিটার রিলেতে দৌড়াবেন। মীম আক্তার ৪ x ১০০ মিটার রিলে, ৪ x ৪০০ মিটার রিলেতে অংশ নেবেন। সুমাইয়া আক্তার দৌড়াবেন ১০০ ও ৪০০ মিটার, ৪ x ১০০ মিটার ও ৪ x ৪০০ মিটার রিলেতে। শটপুট ইভেন্টে অংশ নেবেন শারমিন আক্তার। এই ১৫ জনের সবাই বিকেএসপির অ্যাথলেট।
এছাড়া বাংলাদেশ নৌ বাহিনীর অ্যাথলেট নুসরাত জাহান রুনা অংশ নেবেন ৪ x ১০০ মিটার রিলে ও ৪ x ৪০০ মিটার রিলেতে।
বাংলাদেশ দলের সঙ্গে কোচ হিসেবে যাচ্ছেন ফৌজিয়া হুদা জুঁই, শাহাদাত হোসেন ভূঁইয়া ও মোবারক হোসেন। এছাড়া ম্যানেজার আক্তারুজ্জামান মৃধা ও টিম অফিসিয়াল হিসেবে যাবেন সাইফুর রহমান রাজ্জাক।
dainikbandarban.com
সর্বশেষ
জনপ্রিয়